Home দেশ দাগ ও ছেঁড়া এবং লেখা ভ’র্তি টা’কা কি একদম অচল? কি নি’র্দে’শ...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দাগ ও ছেঁড়া এবং লেখা ভ’র্তি টা’কা কি একদম অচল? কি নি’র্দে’শ দিলো RBI?

কথায় বলে টাকা ছাড়া দুনিয়া চলে না। কিন্তু ছেঁড়াফাটা টাকা দিয়ে কি দুনিয়া চলে? বাজার থেকে বাসের ভাড়া ছেঁড়াফাটা টাকা কেউ নিতে চান না। কিন্তু ধরুন আপনার ২০০০ টাকার নোট ছেরা কিংবা রং লাগানো রয়েছে। কি করবেন তখন! সেই টাকা তো আর ফেলে দেওয়া যাবে না ডাস্টবিনে! এবার এইসব বাতিল নোট নিয়ে বড় সিদ্ধান্ত জানিয়ে দিল আরবিআই। তবে শুধুমাত্র সাধারণ মানুষই নয় ব্যাংকে গিয়েও অনেক সময় দেখা যায়, ছেঁড়াফাটা রং লাগা কিংবা ময়লা লেখালেখিতে ভরা নোট।

সেই সব নোট কখনোই দেওয়া যাবে না গ্রাহককে। কিন্তু কোন কারণে দোকান বা বাজার থেকে হাত বদল হয়ে এই ছেড়া নোট আপনার হাতে চলে আসলে কি করবেন! তার জন্য চলে যান আপনার নিকটবর্তী যে কোন ব্যাংকে। তবে শুধুমাত্র যে আপনার বাড়ির কাছে থাকা ব্যাংকে এই নোট পরিবর্তন হবে তাই নয় যে কোন জায়গার ব্যাংক থেকেই পাল্টে নিতে পারবেন এই ধরনের নোট।

রিজার্ভ ব্যাংক একটি নির্দেশিকা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কোন গ্রাহক যদি ছেঁড়াফাটা কিংবা রং লাগা বা লেখালেখি থাকা নোট ব্যাংকে ফেরত দেন তবে ব্যাংক কর্তৃপক্ষ তা নিতে অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করলেই ওই ব্যাংকের বিরুদ্ধে জরিমানা করা হবে।

আরো খবর: G7-র ক’থা মানলেই তেল বি’ক্রি ব’ন্ধ করা হবে, দেশগুলিকে এক কথায় হু’ম’কি পুতিনের

কারণ ওইসব টাকা ব্যাংকের একটি নির্দিষ্ট খাতে জমা হয় পরে সেগুলি ফেরত দিয়ে দেয়া হয় রিজার্ভ ব্যাংকে। রিজার্ভ ব্যাংক একটি বিশেষ মেশিনের মাধ্যমে ওই ছেঁড়া নোটগুলিকে আবারো পুন:ব্যবহারের জন্য ব্যবহার করে।

টাকার কোন অংশ যদি পুড়ে যায় কিংবা আঠা দিয়ে জোড়া লাগানো থাকে তবে ওই নোট বদলাতে গেলে যেতে হবে রিজার্ভ ব্যাংকে। এই টাকা নিতে বাধ্য থাকবেন রিজার্ভ ব্যাংকের সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত আধিকারিক। তবে কোন টাকার উপরে যদি পে পেইড বা রিজেক্ট লেখা স্ট্যাম্প থাকে তবে বুঝে নিতে হবে ওই টাকা একেবারেই অচল।