সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শনির সাড়েসাতিতে প্রাণ ও’ষ্ঠা’গত? শিবরাত্রিতে মহাদেবকে নি’বে’দ’ন করুন এই সা’ম’গ্রী

আর দুদিন পরেই আসতে চলেছে মহা শিবরাত্রি। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি ফাল্গুন মাসের চতুর্দশী তিথি পড়েছে। প্রতিবছর এই তিথিতে মহা শিবরাত্রি পালন করা হয়। পুরানো অনুযায়ী শনি শিবের পরম ভক্ত এবং মহাদেব কে নিজের গুরু বলে মনে করতেন তাই এই দিনেই হয় শনি প্রদোষ ব্রত। তাই শনিকে শান্ত করার জন্য শিবের আরাধনার পরামর্শ করা হয় শাস্ত্রে।

চলতি বছর শনি রাশি পরিবর্তন করতে চলেছে যার ফলে ৩০ বছর পর পাকাপাকিভাবে কুম্ভ রাশিতে শনি সঞ্চার করছে। শনির এই রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির জীবনে সাড়ে সাতি এবং আড়াই এর প্রকোপ শুরু হতে চলেছে। জ্যোতিষমৎ অনুসারে বর্তমানে মকর কুম্ভ এবং মীন রাশির শনির সাড়ে সাতি এবং কর্কট এবং বৃশ্চিক রাশির শনির আড়াইয়ের দ্বারা ত্রস্ত।

মহা শিবরাত্রি দিন শিব পুজো করার সময় তাই বিশেষ কিছু সামগ্রী যোগ দিয়ে ভোলানাথকে অর্পণ করা যায় তাহলে শনির সাড়ে সাতি এবং আড়াই এর প্রভাব থেকে বাঁচতে পারবেন।

আরো খবর: অভিনব কর্ম’সূ’চি নিয়ে এলেন BJP রাজ্য সভাপতি, শু’রু হ’চ্ছে “পাড়ায় সুকান্ত”

গঙ্গাজল: মহা শিবরাত্রি শিবলিঙ্গে গঙ্গাজল নিবেদন করলে শনির সাড়ে সাতি এবং আড়াই এর প্রভাব অনেক কম হয়ে যায়। তা আমার লোটায় জল ভরে তাতে গঙ্গাজল মিশিয়ে শিব লিঙ্গে নিবেদন করলে সুফল পাবেন।

দুধ: শিবের বিশেষ পছন্দ দুধ। তাই মহা শিবরাত্রি তিথিতে শিবকে দুগ্ধ দিয়ে অভিষেক করতে ভুলবেন না। এর ফলে শনি তুষ্ট হবেন এবং সমস্ত খারাপ প্রভাব চলে যাবে।

দই: এই দিন নিজেকে সমস্ত প্রকোপ থেকে মুক্ত রাখার জন্য শিবলিঙ্গে দই নিবেদন করতে পারেন। এই উপায় আপনার সমস্যা অনেকটাই কমিয়ে দেবে।

দেশি ঘি: শাস্ত্রমতে আপনি যদি ঘি অর্পণ করতে পারেন মহাদেবকে তাহলে শিব প্রসন্ন হবে এবং আপনার সমস্ত কষ্ট কমে যাবে।

মধু: যাদের জীবনে সাড়ে সাতি শুরু হতে চলেছে তাদের সমস্ত মহা দশা কাটিয়ে দেবার জন্য শিবকে মধু অর্পণ করতে পারেন।

ভাং: এই দ্রব্য শিবিরে অত্যন্ত প্রিয় তাই এটি যদি নিবেদন করেন তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়।