Home দেশ OMG: মহিলার ৫৫ লক্ষ টা’কা’র গৃহঋণ মু’কু’ব ক’রে দিলো SBI, কারণ খুঁ’জ’ছে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: মহিলার ৫৫ লক্ষ টা’কা’র গৃহঋণ মু’কু’ব ক’রে দিলো SBI, কারণ খুঁ’জ’ছে অন্য ঋণগ্রহণকারীরা

ইতিমধ্যেই একটি ঘটনাকে জুড়ে গোটা দেশে হইচই পড়ে গেছে। ঘটনাটি দেশের সর্বস্তরে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বেঙ্গালুরুর একটি ঘটনাকে কেন্দ্র করে এই আলোচনা।

বছর ৩৬ এর টি ধনোরানীর স্বামী রুপেশ রেড্ডি যিনি কোভিডের সময়ে মারা যান। টি ধনোরানী তার স্বামীর মৃত্যুর পর কনজিউমার কোর্টের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দেন।

আবেদনপত্রে তিনি জানান যে তার স্বামীর মৃত্যুর পরবর্তী কালে তার সন্তানদের এবং সংসার চালানোর খরচ তিনি কিছুতেই জোগাড় করতে পারছেন না। সেইজন্যে এস বি আই তে যে ইন্সুরেন্স রয়েছে ব্যাংক যেন তাকে সেই ইন্স্যুরেন্সের টাকা দেয়।

আরো পড়ুন: এক চুটকি সিঁদুর আপনার ভা’গ্য ব’দ’লে দি’তে পারে পুরোপুরি ভা’বে, জানুন উপকারিতা

কিন্তু এই আবেদনপত্রের উল্টো প্রতিক্রিয়া দেখায় এস বি আই। তাদের মতে ব্যাংকে কোন রকম লিখিত সম্মতি দেননি ধনোরানী এবং তার স্বামী। সেইজন্যেই ইন্সুরেন্স টিকে তারা ইস্যু করতে পারছেন না, এমনকি অ্যাপ্লিকেশনে শুধুমাত্র টিকমার্ক দিয়েছেন কোন পাকাপাকিভাবে তারা সম্মতি জানাননি।

এই কারনে প্রিমিয়াম তারা নিয়ে থাকলেও টাকা স্যাংশন তারা এখনো পর্যন্ত করেনি। যদিও এস বি আই এর এই মন্তব্যকে একদমই মান্য করে নি কনজিউমার কোর্ট।

কনজিউমার কোর্টের তরফ থেকে এসবিআই কে বলা হয় ইন্সুরেন্স এর সমস্ত টাকা মহিলাকে দিয়ে দিতে এমনকি মহিলা এবং তার স্বামীর নেওয়া গৃহঋণের ৫৫ লক্ষ টাকাও এস বি আই কে বাতিল করতে হবে। এছাড়াও লিটিগেশন এর খরচের টাকা এসবিআই দেবে ওই মহিলাকে।