সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্লী’ল’তা’হা’নি মামলার ন’থি পর্যবেক্ষণ না করেই জা’মি’ন ম’ঞ্জু’র! বিচারককেই শো’ক’জ হাইকোর্টের

আলিপুর কোর্ট শ্লীলতাহানির মামলায় নথি না দেখেই জামিন দিল। মামলার তথ্য ও নথি যাচাই না করেই অভিযুক্তকে সপাট জামিন; তা-ও নারী নিগ্রহের মতো গুরুতর অভিযোগের মামলায়। নিম্ন আদালতের এমনই নির্দেশনামা দেখে কলকাতা হাই কোর্ট তাজ্জব। হাই কোর্ট এহেন অনৈতিক ও নিয়মবিরুদ্ধ কাণ্ডের শিকড় খুঁজতে তারা আলিপুর কোর্টের সংশ্লিষ্ট বিচারকের কাছে জবাব চাইল। ন্যায়বিচারের ভার যাঁর উপর, খোদ তাঁকেই কারণ দর্শানোর ঘটনাটি ঘিরে স্বাভাবিক ভাবে চাঞ্চল্য দানা বেধেছে।

আলিপুর কোর্ট শ্লী’ল’তা’হা’নি’র মা’ম’লা’য় ন’থি না দেখেই জামিন দিল। মামলার তথ্য ও নথি যাচাই না করেই অভিযুক্তকে সপাট জামিন; তা-ও নারী নি’গ্র’হে’র মতো গুরুতর অভিযোগের মামলায়। নিম্ন আদালতের এমনই নির্দেশনামা দেখে কলকাতা হাই কোর্ট তা’জ্জ’ব।

হাই কোর্ট এহেন অনৈতিক ও নিয়মবিরুদ্ধ কাণ্ডের শিকড় খুঁজতে তারা আলিপুর কোর্টের সংশ্লিষ্ট বিচারকের কাছে জবাব চাইল। ন্যায়বিচারের ভার যাঁর উপর, খোদ তাঁকেই কারণ দর্শানোর ঘটনাটি ঘিরে স্বাভাবিক ভাবে চাঞ্চল্য দানা বেধেছে।

অভিযোগ, আগে থেকে টাইপ করে রাখা জামিন-মামলার আদেশনামার শূন্যস্থানে স্রেফ নাম-ধাম বসিয়ে সই করে জামিনের রায় দিয়েছেন বিচারক। এতে বিস্ময় প্রকাশ করে সম্প্রতি আলিপুর আদালতের ওই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে শো-কজ করেছে হাই কোর্ট।

আরো পড়ুন: মন্দিরের প্রসাদের মতো হলো ঘু’ষ, কেউ দি’লে না ক’রা যা’য় না, ধ’রা প’ড়ে বললেন সরকারি আধিকারিক

কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ করা হবে না, দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারকের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরি। নির্দেশের প্রতিলিপি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল মারফত তিনি জেলা জজকে পাঠিয়েও দিয়েছেন ।

আরো পড়ুন: জা’লে ধ’রা পড়লো সাড়ে চারশো কেজি ওজনের টুনা মা’ছ! এতবড় মা’ছ একাই তুললেন মহিলা

প্রসঙ্গত, এক তরুণীর শ্লী’ল’তা’হা’নি সং’ক্রা’ন্ত মামলায় গত বছর অভিযুক্তের জামিন মঞ্জুর করেছিলেন আলিপুর আদালতের ওই অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরে নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা দায়ের হয়। হাই কোর্টের শুনানিতে সরকারি কৌঁসুলি অনসূয়া চৌধুরী দাবি করেন, যেভাবে নির্দেশটি দেওয়া হয়েছে, তা বিধিবহির্ভূত।