সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবচেয়ে স’স্তা মোটরসাইকেল আনছে Royal Enfield, দেখুন লু’ক

বাইক প্রেমীদের জন্য এবার এসে গেছে দুর্দান্ত একটি সুখবর। ২০২২ সালে বাজারে আসতে চলেছে রয়্যাল এনফিল্ড এর নতুন সমস্ত মডেলগুলি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বছরে আসতে পারে চার থেকে পাঁচ রকমের নতুন মডেল। যদিও ইতিমধ্যেই এই সমস্ত মডেল গুলির মধ্যে একটি মডেল কে প্রকাশ্যে এনেছে সংস্থাটি। সেটা হলো রয়্যাল এনফিল্ড হানন্টার ৩৫০।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ২০২২ সালের ফেব্রুয়ারীতে সম্ভবত রয়্যাল এনফিল্ড এর নতুন ৪১১ মডেলটি লঞ্চ করবে। রয়্যাল এনফিল্ড এর এই মডেলটি হিমালয় অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মডেল এর ভিত্তিতেই তৈরি করা। রয়্যাল এনফিল্ড এর নতুন মডেলটি রয়্যাল এনফিল্ড ৩৫০ এ থাকছে ৩৪৯ সিসি ইঞ্জিন এবং যে প্লাটফর্মে এটি নির্মিত যেখানে ২২ বিএইচপি শক্তি,২৭ থাকছে এনএম পিক টর্ক। বিরাট ইন ইঞ্জিনের সাথে থাকতে পারে ফাইভ স্পিড বিশিষ্ট একটি গিয়ার বক্স।

কোম্পানির প্রকাশ করা একটি পরীক্ষামূলক ভিডিওতে প্রকাশ পেয়েছে মোটরসাইকেলটি ০ থেকে ১০০ কিমি পার ঘণ্টায় নিজের গতি তুলতে পারে। যদিও এই বিষয়ে কোন রকম অফিশিয়ালি তথ্য এখনো প্রকাশ পায়নি। মডেলটিতে থাকবে একটি সেমি ডিজিটাল কনসোল আর ট্রিপার নেভিগেশন সিস্টেম।

মনে করা হচ্ছে যে এই বাইকটি যথেষ্ট সস্তা হতে পারে। বাইকটির মূল্য আনুমানিক হতে পারে ১ লক্ষ ৭০ হাজার টাকা। মনে করা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড এর নতুন মডেলটি জাওয়া স্ট্যান্ডার ৩০০, হোন্ডা সিবি ৩৫০আর এস, এই সব বাইক গুলোর সাথে যথেষ্ট পাল্লা দেবে।