সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লাইভ শোতে রে’গে গিয়ে নাগিন ড্যান্স রোশনি আলীর, বাজি ফা’টা’নো নিয়ে হচ্ছিল তর্ক-বিতর্ক, রইলো ভিডিও

আজকালকার দিনে সাধারণ মানুষের কাজকর্ম থেকে শুরু করে সেলিব্রিটিদের কাজকর্ম সব জায়গাতেই যেন ক্যামেরা নজর থাকে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে রোশনিকে নাগিন ডান্স করতে। ভিডিওটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হওয়ার পরে নানান মানুষ নানান রকমের কমেন্ট করেছেন।

মায়া নামের একজন তিনি এই ভিডিওটি শেয়ার করে টুইট করে লেখেন,” বাংলা নিজের গ্রেটা থানবার্গ এর মাথায় একেবারে ঘুরে গিয়েছে”। কলকাতা হাইকোর্টের থেকে মামলা করা হয়েছিল গোটা পশ্চিমবঙ্গে যেন সম্পূর্ণভাবে বাজি নিষিদ্ধ করে দেওয়া হয় এবং সেখানেই এই বিষয়ে নিজস্ব মতামত দিয়েছেন পরিবেশ কর্মী রোশনি এবং সেখানেই বাজি সম্পর্ক ডিবেট করতে গিয়ে হঠাৎই নাগিন ডান্সে মেতে উঠেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় তার সেই নাচের ভিডিওটি ভাইরাল হয়েছে। তাকে দেখা যাচ্ছে টিভি শো চলাকালীন নাগিন ডান্স করতে। রিপাবলিক বাংলা চ্যানেলে এই বাজি নিষিদ্ধ করার ডিবেট চলছিল এবং সেইখানেই তর্কবিতর্কের আয়োজন করা হয়েছিল। নিজস্ব মতামত জানানোর সময় হঠাৎই নাগিন ডান্স করতে আরম্ভ করে দিলেন তিনি।

রোশনি জানান,বাজি অবশ্যই নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ কয়েক মাস আগে যেভাবে আমরা অক্সিজেনের জন্য চিন্তা করছিলাম তা বলার কথা নয়। রোশনি যে বায়ু দূষণ এবং মহামারী সময় যে মেডিকেলে অক্সিজেনের প্রয়োজন হয়েছিল সেই ব্যাপার গুলো গুলিয়ে ফেলেছে সেটা অবশ্যই সকলের কাছে পরিষ্কার। এই বিষয়ে যখন অন্যরা নিজেদের বক্তব্য রাখছিলেন সব সময় হঠাৎই রেগে গিয়ে নাগিন ডান্স করতে আরম্ভ করেছিলেন রোশনি।

গোটা পশ্চিমবঙ্গে বাজি নিষিদ্ধ করে দেওয়া হয় এই মামলা করেছিল কলকাতা হাইকোর্টে পরিবেশকর্মী রোশনি আলী। হাইকোর্টের তরফ থেকে বাজি নিষিদ্ধ করার মামলা গ্রহণ করা হয় কিন্তু হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট এই মামলা তুলে দেন। সুপ্রিম কোর্ট থেকে বাজি ফাটানো নিসিদ্ধ করা হয়নি। যার পরে পরিবেশ কর্মী রোশনি গোটা ব্যাপারটার জন্য ভেঙে পড়েন এবং বলেন, আগামী দিন পর্যন্তও এই লড়াই চলতে থাকবে।