সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গায়ে কাঁ’টা দেওয়ার অনুভূতি, গা ছমছমে ভা’ব! Goosebumps আ’স’লে কি?

গায়ে কাঁটা দেওয়া ব্যাপার, এটা আমরা মাঝে মাঝে কোনো না কোনো কারণে অনুভূতি করে থাকি। বিশেষ করে কোনো রকম অভিজ্ঞতার সম্মুখীন যখন আমরা প্রথমবার হই তখনই এই জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটে থাকে। কখনো ভয় পেলে অথবা এমন কিছু দেখলে যেটা হয়তো আমরা কখনও কল্পনা করিনি সেরকম কিছু হলেও আমাদের এই গায়ে কাঁটা দেওয়া ব্যাপারটি ঘটে থাকে।

অথবা যদি হঠাৎ হাওয়া লাগে তখন শরীরটা যেরকম শীতল হয়ে যায় সেই মুহুর্তে ও গায়ে কাঁটা দিয়ে ওঠে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই জিনিসটা কেন হয়? আসলে এই ব্যাপারটি হলো গুজ বাম্প মানে পাইলোরেকসন।

এই প্রক্রিয়ার মাধ্যমে মানব দেহের লোম গুলি হঠাৎ করে কিছু মুহূর্তের জন্য দাঁড়িয়ে যায় ফলে গায়ে কাঁটা দেওয়ার অনুভূতি হয়ে থাকে। এই ঘটনাটি আমাদের শরীরের সঙ্গে ঘটে কারণ ঠান্ডার সংস্পর্শ থেকে আমাদের শরীরকে বাঁচাতে এবং সেই আবরণটাকে আমরা কাঁটা বলি।

আরো পড়ুন: প্রাক্তণ স্বামীর গার্লফ্রেন্ডকে কি না’মে ডাকেন সুজান? ইনস্টাগ্রামের লে’খা দে’খে হতবাক সকলেই

এই ব্যাপারটি সম্পূর্ণ হলো হরমোন ঘটিত যখন কোন কারণে শরীরে ঠান্ডা অথবা ভয়ের জন্য উদ্বেগ সৃষ্টি হয় তখনই শরীরের মধ্যে হরমোনের উত্তেজনা সৃষ্টি করে কাঁটা দেওয়ার ঘটনাটি হয়। এটা শুধুমাত্র স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেই হয়ে থাকে, স্তন্যপায়ী প্রাণীদের শরীরেই একমাত্র লোম রয়েছে।

কর্নেল ইউনিভার্সিটির প্রফেসর কিথ রোজ জানিয়েছেন,” অনেক সময় দেখা যায় যে বিশেষ কোন গান অথবা বিশেষ কোন ছোট ক্লিপ দেখলে পরেও আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। অনেক সময় দেখা যায় এমন অনেক দৃশ্য যেগুলো দেখলে হঠাৎ করে কান্না এসে যায় এই সমস্ত দৃশ্যগুলো হচ্ছে আবেগের সেই কারণেই আবেগের সঙ্গে সঙ্গে গায়ে কাঁটা দেওয়ার ব্যাপারটাও জড়িয়ে থাকে তবে সে ক্ষেত্রে যখন ব্যক্তি শুধুমাত্র কোন শব্দ শুনতে পাবে সেই সময়ে এই ব্যাপারটি সক্রিয় হবে”।