Home দেশ রেস্তোরাঁ-বারে মদের দা’ম কি বাড়বে? ন’য়া আবগারি আইনে মা’থা’য় হা’ত সুরাপ্রেমীদের

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রেস্তোরাঁ-বারে মদের দা’ম কি বাড়বে? ন’য়া আবগারি আইনে মা’থা’য় হা’ত সুরাপ্রেমীদের

সূরা প্রেমীদের জন্য এবার দুঃখের খবর যারা রেস্তোরাঁ গেলেই মদ এবং ককটেলের নেশাতে নিজেদের মাতিতে তুলতে চান তাদের মাথায় এবার হাত পড়তে চলেছে কারণ মদ সরবরাহকারী এবং বিক্রেতাদের ক্ষোভের কারণে দিল্লির আম আদমি পার্টি সরকার এবার ২০২১ থেকে ২২ সালের মধ্যে আবগারি নীতি তুলে নেওয়ার মতো সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দিল্লিতে কয়েক সপ্তাহ ধরেই মদ সরবরাহ এবং যোগানের মধ্যে ঘাটতি দেখা দিয়েছে তবে আবগারি রীতির সিদ্ধান্ত ঘোষণা করার পরই দেখা যাচ্ছে রাজধানীর বুকে মদের দোকান গুলিতে সূরা প্রেমীদের বিশাল লাইন।

জানা গেছে খুব শীঘ্রই ৪৫০ টি‌ মদের দোকান দিল্লিতে বন্ধ হতে চলেছে কিন্তু এই মদের দোকান গুলি কবে খুলবে সে বিষয়ে এখনো পর্যন্ত কোন স্পষ্ট কথা ঘোষণা করা হয়নি।

আরো পড়ুন: 5G স্পেকট্রাম নি’লা’মে সর্বোচ্চ দর জিও-র, বা’জা’র ধ’র’তে ম’রি’য়া মুকেশ আম্বানি

দোকান গুলি বন্ধ থাকার জন্য গোটা শহর জুড়ে মদের যোগান কম হচ্ছে শুধুমাত্র মদের দোকান নয় তার সঙ্গে বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁ সমস্ত জায়গাতেই মদের সরবরাহ ইতিমধ্যেই বন্ধ থাকবে যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে কোনো বিকল্প রাস্তা অর্জন করা হয়।

ততদিন পর্যন্ত মদের সরবরাহ করতে গেলে যেতে হবে দিল্লির এর অন্তর্গত নয়ডা, গুরুগ্রামের মত অঞ্চলগুলিতে যেখানে দাম দিল্লির তুলনায় বেশ খানিকটা বেশি এর ফলে এরপর থেকে সূরাপ্রেমিরা যদি বার অথবা রেস্তোরাঁয় গিয়ে মদ খান তবে সে ক্ষেত্রে বাড়তি খরচ হতে পারে বলে মনে করা হচ্ছে।

আপাতত মদের দোকান গুলি না খোলা পর্যন্ত এই সমস্যায় চলবে। সোমবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা হোটেল বারের লাইসেন্সের মেয়াদ আরো একমাস বৃদ্ধির জন্য আবেদন করেছেন।