সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

5G স্পেকট্রাম নি’লা’মে সর্বোচ্চ দর জিও-র, বা’জা’র ধ’র’তে ম’রি’য়া মুকেশ আম্বানি

মুকেশ আম্বানির সংস্থা জিও দেড় লক্ষ কোটিরও বেশি অর্থে 5G স্পেকট্রাম কিনল। গত সোমবার দেশের সবচেয়ে বড় স্পেকট্রাম নিলাম শেষ হল। এক সপ্তাহ ধরে চলা এই নিলামে ১.৫ লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 5G স্পেকট্রামের রেকর্ড বিক্রি হয়েছে।

এদিন মুকেশ আম্বানির সংস্থা জিও নিলামে সর্বোচ্চ দর দেয় । জানা গিয়েছে, নিলামে মোট ১,৫০,১৭৩ কোটি টাকার দর হেঁকেছে জিও।

গতবছর হওয়া ৭৭,৮১৫ কোটি টাকার 4G স্পেকট্রাম নিলামেরে চেয়ে প্রায় দ্বিগুণ এবারের  5G স্পেকট্রাম নিলামের অর্থ। 4G-র তুলনায় 5G-তে ১০ গুণ স্পিডে ইন্টারনেট পরিষেবা মিলবে বলে দাবি করা হয়েছে।

আরো পড়ুন: কো’নো এক ব্যক্তির কাজকর্মের জন্য টলিউডকে দা’য়ী করা ঠি’ক নয়, অর্পিতাকে নি’য়ে মুখ খুললেন ঋতুপর্ণা

রিলায়েন্স জিও-এর পরেই 5G স্পেকট্রাম রেডিও ফ্রিকোয়েন্সির জন্য সর্বোচ্চ দর হেঁকেছে ভারতী এয়ারটেল, তারপর এবং ভোডাফোন আইডিয়া লিমিটেড।