সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উৎসবে’র ম’র’সু’মে তী’ব্র পা’নী’য়’ জল সং’কটে মালদা’র পুর বাসিন্দা’রা

উৎসবের মরসুমে তীব্র পানীয় জল সংকটে মালদার পুর বাসিন্দারা

মালদা-উৎসবের মরসুমে তীব্র পানীয় জল সংকটে পুর বাসিন্দারা। দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের পরিষেবা সঠিক না আসায় চরম সমস্যায় পড়েছে মালদার ইংরেজবাজার শহরের মালঞ্চ পল্লী তুফান ঘেরা এলাকার বাসিন্দারা। বারবার পুরসভা ও প্রশাসনকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। ফলে পানীয় জল সংগ্রহ করতে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদের। এলাকার অধিকাংশ পরিবারের আর্থিক অবস্থা ভাল না থাকায় জল কিনেও খেতে পারছেন না। কোন অবস্থায় পুজোর আগে এলাকার পানীয় জলের সুব্যবস্থা দাবী তুলছেন বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে তুফান ঘেরা এলাকায় প্রায় ৫০০ টি পরিবারের বসবাস। এই ৫০০ টি পরিবারের জন্য পুরসভার পক্ষ থেকে এলাকায় তিনটি পানীয় জলের ট্যাপ কল তৈরি করা হয়। তবে তৈরীর পর থেকে ট্যাপ কলের কোনো সংস্কার হয়নি। বর্তমানে দুটি ট্যাপ কলে একেবারেই জল পড়ে না। এইমাত্র ট্যাপ কল জল পড়ছে‌। ফিনকি সুতোর মতো জল পড়ছে কল দিয়ে। গোটা এলাকা জুড়ে একটিমাত্র ট্যাপ কল দিয়ে জল না আসায় চরম সমস্যায় পড়ছেন স্থানীয়রা।

জল সংগ্রহ করতে গিয়ে নিজেদের মধ্যে হুড়োহুড়ি বিবাদ সৃষ্টি হচ্ছে। লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থেকেও অনেকে জল পাচ্ছেনা। এমন পরিস্থিতিতে অন্যান্য এলাকা থেকে পানীয় জল সংগ্রহ করতে হয় এই এলাকার বাসিন্দাদের। জোর আগে এলাকার পানীয় জলের সুব্যবস্থার দাবি তুলেছেন বাসিন্দারা।