সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একজনের প্যান কা’র্ডে’র ছবি অন্যজনের কা’র্ডে বসিয়ে ২ কোটি টা’কা প্র’তা’র’ণা ব্যাংকের স’ঙ্গে

এক ব‌্যাংক জালিয়াতি চক্র উপভোক্তাদের প‌্যান কার্ডে কারচুপি করে ব‌্যাংক থেকে হাতিয়ে নিয়েছে প্রায় দু’কোটি টাকা। রবিবার শুভময় মিত্র নামে জালিয়াতি চক্রের পান্ডাকে গ্রেপ্তার করছে লালবাজারের গোয়েন্দারা।চক্রের অন্যদের সন্ধানে ব্যাক্তিটিকে দফায় দফায় জেরা চালাচ্ছেন গোয়েন্দারা।

পুলিশ সূত্রে খবর,২০২০ সালে লকডাউনের সময় থেকেই শুরু হয় এই জালিয়াতি। গত বছরের মাঝামাঝি সময় থেকে থেকে কলকাতার এক বাসিন্দার কাছে এক একটি ব‌্যাংক কয়েক হাজার টাকা ইএমআই দাবি করেন।কিন্তু ব্যাক্তিটি জানান যে তিনি কোনো লোনই নেননি।

ব্যাঙ্কের তরফে জানানো হয় যে, তিনি চার লাখ টাকা ঋণ নিয়েছেন। যে ডকুমেন্টের ভিত্তিতে ব‌্যাংক ঋণ দিয়েছে, তার ফটোকপির সঙ্গে নিজের প‌্যান কার্ডটি মিলিয়ে দেখেন যে তার প‌্যান কার্ডের উপর অন‌্য এক ব‌্যক্তির ছবি বসিয়ে তার ফটোকপি করানো হয়েছে।

আরো খবর: এ’কা নন মুকেশ আম্বানি! রিলায়েন্সের কোটি কোটি টা’কা’র ব্যবসা দেখভাল করেন এরাও

ছবি আলাদা হলেও আসল প‌্যান নম্বরটি যাঁর, তাঁর সঙ্গেই ব‌্যাংক যোগাযোগ করেছে। গত ৭ নভেম্বর মধ‌্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় FIR কেন তিনি। লালবাজারের গোয়েন্দাদের তদন্তে উঠে আসে যে প‌্যান কার্ড কারচুপি করে অন্তত ৫০ জনকে মোট ২ কোটি ১২ লাখ ৫০০ টাকার ব‌্যাংক জালিয়াতি করেছে এই চক্রটি।

গোয়েন্দাদের মতে, কয়েকজন ব‌্যাংক কর্মীও জড়িত এই জালিয়াতির সাথে। এখন চক্রের অন্যদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।