সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হিন্দু ধর্ম ও আচার-রীতিনীতি নিয়ে তৈ’রি সিনেমা-সিরিয়ালের উপর নজর রাখবে ধ’র্ম বিশেষজ্ঞরা

কাহিনীর উপর ভিত্তি করে সিনেমা এবং মেগা ধারাবাহিকগুলি এখন বেশ ডিম্যান্ডিং। দেশের ধর্মাচার্য এবং হিন্দু ধর্ম বিশেষজ্ঞরা চলচ্চিত্র এবং টেলিভিশনের মেগা ধারাবাহিক গুলিতে হিন্দু ধর্মের অবমাননা সংক্রান্ত সমস্ত বিষয় পর্যালোচনা করবেন। আর এই কাজের জন্য শংকরাচার্য স্বামী অভিমুক্তেস্বরানন্দ একটি ধর্মীয় সেন্সর বোর্ড গঠন করবেন। যা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে এই দেশে এই বোর্ডের মাধ্যমে ভারতের বিভিন্ন টেলিভিশনের সম্প্রচারিত মেগা সিরিয়াল গুলির উপর কড়া নজর রাখা হবে।

মঙ্গলবার ভারতের কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিকদের ভাষণে স্বামীজি জানান যে ধর্ম সন্ধান গঠন করা হয়েছে এটি ১১ জনের সদস্য নিয়ে গঠিত। এদের প্রধান কার্যালয় হবে দিল্লির এনসিআর এ। সমস্ত রাজ্য এবং জেলাগুলিতে এর একটি করে শাখা তৈরি হবে। রাজধানী দিল্লিতে এর অফিস শুরু করা হবে, আগামী ১৫ই জানুয়ারি। উত্তরাখণ্ডের প্রয়াগ রাজে অনুষ্ঠিত হবে মাঘ মেলা।

সেই মাগনারায় চলচ্চিত্র নির্মাতাদের জন্য ধর্ম সেন্সর বোর্ড একটি নতুন নির্দেশিকা জারি করবে। এদিন স্বামীজি আরো বলেন যেসব ছবিতে অন্যান্য ধর্মের উল্লেখ করা হচ্ছে হিন্দু ধর্মের বিরুদ্ধাচরণ করা হচ্ছে সেগুলি অবিলম্বে শেষ করতে হবে। বলিউডের টিভি সিরিয়াল সহ ওটিটি প্লাটফর্মের উপরেও নজর রাখা হবে। এমনকি চলচ্চিত্র ও সিরিয়াল গুলিতে হিন্দু ধর্মের অবমাননা করা হচ্ছে এই খবরও হাওয়ায় ঘুরছে।

আরো খবর: ফিনফিনে শাড়িতে একদম বাঙালিয়ানার ছোঁ’য়া, সকলকে মু’গ্ধ করলেন শ্রাবন্তী

তার জন্যই এই ধর্ম সেন্সর বোর্ড গঠন করা হচ্ছে। সেন্সর বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ধর্মাচার্য সাংবাদিক সাহিত্যিক ইতিহাসবিদ চলচ্চিত্র অভিনেত্রী সমাজকর্মী এবং উত্তর প্রদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। হিন্দুধর্ম রক্ষা করার বিষয় নানান পরামর্শ তারা দেবেন।

প্রতিটি ধর্মীয় চরিত্র তাদের সংলাপ পোশাক সবকিছুর উপরেই খুঁটিনাটি পর্যালোচনা করবে বোর্ড।  এছাড়া স্কুলে পড়ানো পাঠ্যক্রম এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যেসব নাটক মঞ্চস্থ করা হয় তার উপরেও পর্যালোচনা করা হবে। বোর্ড গঠনের পর সমস্ত তথ্য চলচ্চিত্র নির্মাতাদের দেওয়া হবে।

যাবে ভারতের প্রাচীনতম সনাতন হিন্দু ধর্মের ধর্মীয় ইতিহাস কোনভাবে খন্ডন না করা হয় সেই ব্যাপারে উল্লেখ্য রাখা হবে। সেন্সর বোর্ডের নির্দেশিকা অমান্য করে ছবি কিংবা ধারাবাহিক তৈরি করলে তার ফলাফল ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বামীজি।