সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাবা ও ছেলে, দুজনের সঙ্গেই সমান ভা’বে প্রে’ম করেছেন রেখা, জানুন কা’হি’নী

বলিউডের ইতিহাসের সেরা নায়িকাদের মধ্যে অন্যতম হলেন রেখা। বলি সুন্দরী রেখার সৌন্দর্য এবং অভিনয় দুদিক থেকেই তার জুরি মেলা ভার। বয়স ৭০ পেরোলেও অভিনেত্রীর গ্ল্যামার যেন কমে না। নিজের দীর্ঘ কেরিয়ার জীবনে একাধিক সুপারহিট সিনেমায় কাজ করে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছেন এই অভিনেত্রী। শিশুশিল্পী হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। পর্দায় রেখাকে অপরূপ সৌন্দর্যের বাহার বারবার মুগ্ধ করেছে দর্শকদের।

বলিউডের প্রায় সমস্ত সেলিব্রিটি তারকার সঙ্গেই অভিনয় করেছেন রেখা। শুধু তাই নয়, তাঁর সমসাময়িক প্রত্যেক অভিনেতা যেমন তার সিনেমার নায়ক, তেমনই সেইসব নায়কদের সন্তানদের সঙ্গেও পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছে এই বলি অভিনেত্রীকে।

এদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেতা রাকেশ রোশন এবং তার ছেলে হৃত্বিক রোশন। ১৯৮৮ সালে ‘খুন ভরি মাং’ ছবিতে রাকেশ রোশনের বিপরীতে তাঁর অভিনয় দর্শকদের মন কেড়ে নিয়েছিল। তাদের জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।

আরো পড়ুন: আজব গ্রা’ম! বি’য়ে’র কয়েকদিন পরেই পা’লি’য়ে যা’ন সব নববধূ, কিন্তু কেন?

এর কয়েক বছর পর রাকেশ রোশনের ছেলের হৃত্বিক রোশনের সঙ্গে ‘কোই মিল গেয়া’ ছবিতে হৃত্বিকের মায়ের ভূমিকাতে অভিনয় করতে দেখা যায় রেখাকে। তবে রেখা তার কেরিয়ারে বেশ কিছু ছবিতে এমন সব নায়কদের সঙ্গে রোমান্স করেছিলেন যাদের সম্পর্ক বাবা-ছেলের। তার মধ্যে একটা উদাহরণ হল অভিনেতা সুনীল দত্ত এবং তার ছেলে সঞ্জয় দত্ত।

একসময় সুনীল দত্তের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছিলেন রেখা। তাদের অভিনীত ‘নাগিন’ ছবি সেই সময়ে ব্যাপক হিট হয়। পরে সুনীল দত্তর ছেলে সঞ্জয় দত্তের সঙ্গে ‘পরিণীতা’, ‘বিজয়া’র মত ছবিতে অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, বেশ কিছু ছবিতে অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করেছেন তারা।

এছাড়া রাজ কাপুরের ‘গরম ধরম’ ছবিতে রেখা তার সাথে অভিনয় করেন। আবার তার ছেলে ঋষি কাপুরের নায়িকা হয়ে রেখা প্রায় ৭ টি ছবিতে অভিনয় করেন। অন্যদিকে ১৯৭২ সালে ‘রামপুর কা লক্ষণ’ ছবিতে রেখা রাজ কাপুরের ছেলে রণধীর কাপুরের সঙ্গে বড় পর্দায় অভিনয় করেন। তারপর রণধীর কাপুরের মেয়ে করিশ্মা কাপুরের সঙ্গে ’জুবাইদা’ ছবিতে অভিনয় করেন রেখা।

রাজেশ খান্নার সঙ্গেও তিনি যেমন বহু ছবিতে অভিনয় করেন, তেমনই তার মেয়ে টুইঙ্কেল খান্নার সঙ্গে অভিনয়ের সুযোগ না পেলেও টুইঙ্কেলের স্বামী অর্থাৎ অক্ষয় কুমারের সঙ্গে ‘খিলাড়িও কা খিলাড়ি’তে জুটি বাঁধেন রেখা। এই ছবিতে দুজনের রোমান্স এমন পর্যায়ে পৌঁছায় যে পরবর্তী দিনে তা নিয়ে অনেক চর্চা হয়।