সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স’ম্প্র’তি ফাঁ’স হ’য়ে গে’ল বি’রা’ট কো’হ’লি’র ফি’ট’নে’সে’র র’হ’স্য! জা’নু’ন কি সেই র’হ’স্য

সম্প্রতি ফাঁস হয়ে গেল বিরাট কোহলির ফিটনেসের রহস্য! জানুন কি সেই রহস্য

ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলির ফিটনেস ঈর্ষণীয়। তার এই ফিটনেসের রহস্য কি? বিরাট কোহলির ফিটনেস রহস্য সম্প্রতি ফাঁস হয়ে গেল নেট দুনিয়ায়। তার এই দুর্দান্ত ফিটনেস রহস্য লুকিয়ে আছে কালো জলে। এক বিশেষ ধরনের পানীয় জল পান করেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক। সেই জল তাকে রাখে সুস্থ, সর্বদা ফিট এবং রোগ মুক্ত।

শরীর সুস্থ রাখার জন্য যেমন পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন তেমনি পর্যাপ্ত পরিমাণে জল পান করাও প্রয়োজন। তবে সেই জল হতে হবে বিশুদ্ধ। বিশুদ্ধ পানীয় জলের আবার বিভিন্ন প্রকারভেদ রয়েছে। ভিটামিন এবং মিনারেলে ভরপুর কালো জল বিরাট কোহলিকে সর্বদা সুস্থ এবং সতেজ রাখে। শরীরকে রোগব্যাধি থেকে দূরে রাখে।

ব্ল্যাক ওয়াটার বা কালো জল হলো এক ধরনের বিশেষ অ্যালকালাইন বা ক্ষার সমৃদ্ধ জল। এটি ত্বককে উজ্জ্বল করে, ওজন নিয়ন্ত্রণে রাখে। এমনকি মানসিক অবসাদ থেকেও দূরে রাখে। জানলে হয়তো অবাক হবেন বিরাট কোহলি শুধু একা নন, বলিউডের তাবড় তাবড় তারকারাও এই জলের উপর নির্ভর করে রয়েছেন। মালাইকা আরোরা, শ্রুতি হাসান, উর্বশী রাউটেলার হাতে এই জলের বোতল দেখা গিয়েছে।

বলাবাহুল্য এই জল কেবল সেলিব্রিটিরাই ব্যবহার করতে পারেন। কারণ জলের দাম আকাশছোঁয়া। লিটার প্রতি ৩-৪ হাজার টাকা দাম হয় জলের। বর্তমানে অবশ্য বেশ সস্তায় মিলছে কালো জল। তবে তাতে কোয়ালিটির সঙ্গে আপোস করা হয়ে থাকে।