সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ড শিশুদের ব’ড়ো বি’প’দে’র দি’কে ঠে’লে দিচ্ছে, উপসর্গ না থাকলেও ভিতরে ভিতরে দে’খা দি’চ্ছে সমস্যা

সম্প্রতি করোনার নতুন স্ট্রেইন ওমিক্রন সারা দেশ জুড়ে ছড়িয়ে পরেছে। আরস এই কারণেই সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এই করোনার সংক্রমণ তেমন ভাবে মানুষের দেহে উপসর্গের সৃষ্টি করছে না ঠিকই কিন্তু অজান্তেই বিভিন্ন সমস্যার মধ্যে ফেলছে সে। বড় দের শুধু নয় এর সাথে ছোট দের পর্যন্ত দারুণ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। সম্প্রতি একটি গবেষণায় ধরা পরেছে আমেরিকার Centers for Disease Control and Prevention-এর।

সেই রিপোর্টে স্পষ্টভাবেই বলা হয়েছে, এই সংক্রমণের দ্বারা শিশুদের দেহে ডায়াবেটিসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দারুণ ভাবে। দুই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে শিশুরা। কোভিডের কারণে বড়দের যে ডায়াবেটিস বৃদ্ধি পায় সেটা আগেই জানা গিয়েছিল। কিন্তু শিশুদেরটা একেবারেই নতুন। এই নিয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে সমস্ত শিশুদের করোনা হওয়ার পরেই তেমন কোনো উপসর্গ দেখা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে।

২০২০ সালের মার্চ মাস থেকে শিশুদের ওপর এই সমীক্ষা করা হচ্ছে, যাদের মধ্যে কোনো ডায়াবেটিসের লক্ষণ একেবারেই ছিল না, তাদের শরীরেই দেখা গেছে ডায়াবেটিস। মোট কথা কোভিড দেহের সংস্পর্শে আসতেই ডায়াবেটিসের লক্ষণ দেখা গেছে তাদের দেহে। আর যাদের এই লক্ষণ দেখা গেছে তাদের কোনো উপসর্গই ছিল না আগে। ৩০ % পর্যন্ত এই ডায়াবেটিস বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছে চিকিৎসকেরা। এই নিয়ে গবেষকদলের প্রধান শ্যারোন সেডা জানিয়েছেন, আগামীতে এই ডায়াবেটিসের লক্ষণ গুলির দিকে বিশেষ করে খেয়াল করাটা জরুরি। ৩০% বৃদ্ধি পেয়েছে মানে অনেকটাই।