সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাস্তবেও “মানি হেইস্ট”? ব্রাজিলের ডা’কা’ত দ’লে’র কী’র্তি যেন সিনেমা থেকেই নে’ও’য়া

আগামী ৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘মানি হেইস্ট-এর নতুন সিজন, মূলত ব্যাঙ্ক ডাকাতির বেস্ করেই এই সিনেমাটি তৈরি হয়েছে। কিন্তু ছবি মুক্তি পাবার আগেই একেবারে ছবির পর্দার মতো ব্যাঙ্ক ডাকাতি হয়ে গেল ব্রাজিলে। ২০ জন ডাকাতের দল কার্যত তাণ্ডব চালিয়ে লুঠ করে পালাল ব্যাঙ্ক। পালানোর কাজে মানুষকে ঢাল হিসাবে ব্যবহার করল তারা। মানুষকে গাড়ির ছাদে, সামনে বেঁধে এমন করে নিয়ে যাওয়া হল, যাতে কেউ কোনোরকম হামলা না করতে পারে।

সাও পাওলো থেকে ২৯০ কিলোমিটার দূরে একটি ব্যাঙ্কে হঠাৎই রবিবার মধ্যরাতে ২০ জনের একটি ডাকাত দল হানা দেয় । সূত্রের খবর, এদের কাছে অত্যাধুনিক অস্ত্র ছিল। এই দল মোট তিনটি ব্যাঙ্কে ডাকাতি করে। এখানেই শেষ নয়, ডাকাত দল স্থানীয় থানাতেও হামলা করে। এমনকি বিভিন্ন বাতিল গাড়ি নিয়ে এসে রাস্তার মাঝে দাঁড় করিয়ে দেয়।

ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়েছে এই ডাকাতির সময় তোলা বিভিন্ন ভিডিয়ো ফুটেজ। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কী ভাবে গাড়ির ছাদে, সামনে বেঁধে রাখা হয়েছে সাধারণ মানুষকে। এইসব ঘটনা ভাবলেই গায়ে কেমন কাঁটা দিয়ে ওঠে তাই না!