সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“পরমাত্মীয়”-কে ফো’ন করবো, ED-কে বলেছেন পার্থ, কিন্তু ফো’ন বাজলেও কেউ তো’লে’ননি

ইডি-আধিকারিকরা শুক্রবার রাত ১টা ৩০ মিনিটে নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে ঘিরে রাখেন ৷ ঘণ্টা চারেক আগে দিল্লি থেকে এসে পৌঁছেছেন ইডি-র এক কর্তা৷ চলছে জিজ্ঞাসাবাদ৷ এমন সময় দিল্লি থেকে ফোনে নির্দেশ, গ্রেফতার করতে হবে রাজ্যের শিল্পমন্ত্রীকে৷

পার্থকে গ্রেফতার করার ঠিক আগে নিময় মাফিক ইডি-র কর্তারা বলেন, কোনও এক নিকট আত্মীয়কে ফোন করে বিষয়টি জানাতে হবে৷ পার্থ জানান, তাঁর স্ত্রী প্রয়াত৷ মেয়ে বিদেশে থাকে৷ দাদা আছেন৷ তবে এত রাতে ফোন করে তাঁকে পাওয়া যাবে না৷

এদিন ইডি-র অফিসাররা জানান, তখন সরাসরি মুখ্যমন্ত্রীর নাম নেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷ পার্থর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনে ইডি-র অফিসাররা তাঁর কাছে জানতে চান, ‘আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছেন?’’ পার্থ মাথা নাড়াতেই ইডি-র অফিসাররা ফের জিজ্ঞাসা করেন, এত রাতে মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনার ফোন ধরবেন?

আরো পড়ুন: তৃতীয় বান্ধবীর খোঁ’জ মি’ল’লো পার্থর, কে এই মহিলা?

এর জবাবে পার্থ বলেন, যত রাতই হোক মুখ্যমন্ত্রী আমার ফোন ধরবেন৷ তিনি আমার পরমআত্মীয়৷ তিনি আরও জানান, সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রীকেই গোটা বিষয়টি জানাতে চান৷

পার্থর মুখে পরমআত্মীয় কথাটা শোনার পর কলকাতাক অফিসারদের কাছ থেকে তার অর্থ জানতে চান দিল্লি থেকে আসা ইডি-র কর্তা৷ এর পরেই তাঁকে ফোন করার অনুমতি দেওয়া হয়৷ এর পরেই ফোন করতে শুরু করেন পার্থ৷ এক ঘণ্টার মধ্যে তিনবার ফোন করেন৷ রিং হয়ে গেলেও ফোন তোলেননি মুখ্যমন্ত্রী৷