সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নামের পিছনে “ব্যাংক” লেখা থাকলেও আদতে সমবায় সোসাইটিগুলো “ব্যাংক” নয়, স’ত’র্ক’তা জা’রি RBI-র

সমবায়ব্যাঙ্ক গুলি গুলি আদতে ব্যাঙ্ক নয়, সতর্কবাণী দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বহু কোঅপরাটেভি সোসাইটি নিজেদের নামের সঙ্গে ‘ব্যাঙ্ক’ শব্দটি জুড়ে দেয়। তবে ২৯ সেপ্টেম্বর থেকে ব্যাঙ্কিং লাইসেন্স ছাড়া সমবায়গুলি আর ‘ব্যাঙ্ক’ শব্দটি ব্যবহার করতে পারবে না।

এই ‘কোঅপারেটিভ ব্যাঙ্ক’ আদতে ব্যাঙ্ক নয়। এটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমানতকারীদের সতর্ক করতে এই বিষয়ে তর্কবাণী প্রকাশ করল আরবিআই। উল্লেখ্য, বহু কোঅপরাটেভি সোসাইটি নিজেদের নামের সঙ্গে ‘ব্যাঙ্ক’ শব্দটি জুড়ে দেয়।

ব্যাঙ্কিং রেগুলেশন আইন, ১৯৪৯ এর সংশোধনী অনুযায়ী, ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর থেকে কোনও কোঅপারেটিভ সোসাইটি নিজেদের নামের সঙ্গে ব্যাঙ্ক বা সেই ধরনের কোনও শব্দ জুড়তে পারবে না। শুধুমাত্র যেসব কোঅপারেটিভ আরবিআই অনুমোদিত, সেগুলোই ‘ব্যাঙ্ক’ শব্দটি ব্যবহার করতে পারবে নিজেদের নামের সঙ্গে।

আরবিআই-এর তরফে এক বিবৃতি প্রকাশ করে এই বিষয়ে জানানো হয় যে, বেশ কিছু কোঅপারেটিভ সোসাইটি নিজেদের নামে ‘ব্যাঙ্ক’ শব্দটি ব্যবহার করছে। বিষয়টি আইন বিরোধী বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এদিকে অনেক ক্ষেত্রেই সমবায়ের সদস্য না হয়েও সেই প্রতিষ্ঠানে টাকা গচ্ছিত রাখছেন অনেকে।

কোঅপারেটিভ সোসাইটিগুলি আইনত সেই টাকা জমা নিতে পারে না।আরবিআই-এর তরফে আমানতকারীদের আরও জানানো হয়, অনুনোমোদিত কোঅপারেটিভ সোসাইটিতে গচ্ছিত টাকা ডিপোজিট ইনসুরেন্স ও ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আওতায় পড়বে না।