সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নি’র্ধা’রি’ত সময়েও সং’স্কা’র হলো’না রথবাড়ি ফ্লাইওভার! দু’র্ভো’গ এলাকা’বাসী’র

নির্ধারিত সময়েও সংস্কার হলোনা রথবাড়ি ফ্লাইওভার! দুর্ভোগ এলাকাবাসীর

মালদা,২১ সেপ্টেম্বর: প্রশাসনের দেওয়া নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংস্কার হলোনা রথবাড়ি ফ্লাইওভারের। দীর্ঘদিন ধরে ফ্লাইওভার বন্ধ থাকার কারণে নাকাল অবস্থা জেলাবাসীর।

প্রায় এক মাস আগে রথবাড়ি ফ্লাইওভার সংস্কারের কাজ শুরু হয়। মালঞ্চপল্লী-কৃষ্ণপল্লি হয়ে ঘোড়াপীর যাওয়ার বিকল্প রাস্তা থাকলেও সেখানে যানজটের সৃষ্টি হয়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ীরা।

দ্রুত কাজ শেষ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুন্ডু।
তিনি বলেন দীর্ঘদিন ধরে রথবাড়ি ফ্লাইওভার বন্ধ থাকার কারণে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

বিশেষ করে অমৃতি, মিল্কী, শোভানগর, মানিকচক সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
ফ্লাইওভার বন্ধ থাকার কারণে ঘুরপথে বিভিন্ন সামগ্রী নিয়ে যেতে হচ্ছে ব্যবসায়ীদের। এর ফলে সময় এবং আর্থিক ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের।

এর পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাজারে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এর ফলেও ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে মালদা শহরে।
তিনি প্রশাসনের কাছে আবেদন জানান যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইওভারের সংস্কার করার জন্য।