সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাগরদিঘীতে কি পালাবদল হ’তে চলেছে? কে হাসবে শে’ষ হাসি?

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়কতথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার অকাল প্রয়াণের পর সেই পদটি খালি পরে ছিল।তিনি তৃণমূলের তিন বারের বিধায়ক হয়েছিলেন সেই বিধানসভা কেন্দ্র থেকেই। সেই কেন্দ্রেই সম্প্রতি উপনির্বাচন হয়েছে।আজ চলছে ভোট গণনা।

বাম-কংগ্রেস জোট, তৃণমূল ও বিজেপি নির্বাচনে লড়াই করছে। ফলে এবার এই আসনে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়,বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস এবং পদ্মশিবিরের প্রার্থী হলেন দিলীপ সাহা।

২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত টানা ৩টি বিধানসভা নির্বাচনে এই আসনে শাসক দল জয়লাভ করেছিল। তবে এ বার জয়ের ব্যাপারে আশাবাদী সব দলই। সূত্রে খবর সকাল ৮টা ২২ মিনিটে শুরু হয়েছে গণনা।

আরো খবর: যাত্রী ভর্তি কামরায় কি করছে মেয়েরা! ভিডিও তু’লে রেলমন্ত্রীকে ট্যাগ করতেই যা হলো

ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ড গণনা শেষে হয়েছে। প্রথম রাউন্ড শেষে এগিয়ে ছিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস। আপাতত তিনিই দ্বিতীয় রাউন্ড শেষেও এগিয়ে আছেন।অনেকটাই পিছিয়ে পড়েছে দ্বিতীয় স্থানে থাকা তৃণমূল ও তৃতীয় স্থানে বিজেপি।

দ্বিতীয় রাউন্ড শেষে বাম-কংগ্রেস জোটের প্রার্থীর প্রাপ্ত ভোট ১১,৪৩৫ ; তৃণমূলের প্রাপ্ত ভোট ৯,৩৫৫ ;বিজেপির প্রাপ্ত ভোট ৩,০৫৩ ।বাম-কংগ্রেস জোট এগিয়ে ২০৮০টি ভোটে।