সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মন থেকে খু’ব ভালোবাসে, কিন্তু বলতে সং’কো’চ করেন এই রাশির জাতক-জাতিকারা

পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাঁরা কিছুতেই নিজেদের মনের কথা, আবেগ ও অনুভুতি এসব প্রকাশ করতে পারেন না। বলা ভালো চান না। তারা মনে করেন মনের কথা ব্যক্ত করার মাধ্যমে তারা হয়তো কারোর না কারোর থেকে আঘাত ঠিকই পাবেন, তাই চুপ থাকাই শ্রেয়। কারণ প্রত্যাখ্যান ও মানসিক কষ্টের মুখোমুখি হতে তারা একপ্রকার ভয় পান।

তাই মনের কথা বিশেষ করে মনের মানুষকে ভালোবাসার কথা জানাতেও তারা দ্বিধাবোধ করেন। জ্যোতিষশাস্ত্র মতে, এরকম এমন কয়েকটি রাশি আছে যারা এই ভাবে নিজের মনের কথা বলতে ভয় পায়। চলুন তবে দেখে নেওয়া যাক তারা কারা। বলা তো যায় না আপনার সন্ধানেও থাকতে পারে এমন মানুষ।

বৃশ্চিক (Scorpio): এই রাশির জাতকরা অন্যকে চট করে বিশ্বাস করতে পারেন না। সম্পর্ক স্থাপন করতে কার কি উদ্দেশ্য, সে বিষয়েই ভাবতে থাকেন সবসময়। তাই সম্পর্ক স্থাপন করা সহজেই হয়ে ওঠে না এদের।
তাছাড়া সম্পর্কে একশো শতাংশ আনুগত্য দাবি করে এই রাশি, ফলে আমি তোমাকে ভালোবাসি আর বলা হয়ে ওঠে না।

মকর (Capricorn): এই রাশির জাতকরা অন্যকে চট করে বিশ্বাস করতে পারেন না। ভালোবাসা বিষয়টাকে এরা এড়িয়েই চলে। এমনকি ব্যক্তিগত জীবনেও এরা সঙ্গীর কাছে পেশাদারি আচরণ দাবি করে। ফলে এদের মনের কথা শুনতে কেউই আগ্রহী হয় না।

কুম্ভ (Aquarius): সম্পর্ক স্থাপন করবে কি, এরা আগে থেকেই আঘাত পাওয়ার ভয়ে কাঁটা হয়ে থাকে। মানসিক ভাবে যে এরা দৃঢ়চেতা তা সবাইকে প্রমাণ করাতে চায়। তাই মনের কথা খুলে বলা হয়ে ওঠেনা। তাছাড়া প্রতি পদে পদে সঙ্গীকে এরা এত বেশি প্রশ্ন করে যে সেখানেই সম্পর্কে একটা ফাটল ধরে। আর চিড় খাওয়া জিনিস যতই জোড়া লাগানো হোক না কেন দাগ তাতে থেকেই যায়।

কন্যা (Virgo): সব কিছু নিয়ে একটু বেশিই চিন্তা করেন এই রাশির জাতকরা। সম্পর্ক নিখুঁত হতেই হবে এমন একটা মনোভাব থাকে এদের। তাই এই ভাবনায় মনের কথা আর বলা হয়ে ওঠে না। এরা আগে থেকেই অবাস্তব অনেক কিছু কল্পনা করে নেয়, তাই যখন সেটা বাস্তবে না ঘটে, তখন এরা ভেঙে পড়ে।

ধনু (Sagittarius): এই রাশির জাতকরা মনের মানুষকে ভালোবাসার কথা বলতে ভয় পায়। মূলত এরা কমিটমেন্ট ফোবিয়ায় আক্রান্ত হয়। তাই সম্পর্ক হালকা ওজনের হোক সেটাই এরা চায়। সম্পর্ক গভীর হোক তা এরা পছন্দ করেন না।