সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্র’য়া’ত হলেন রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা প্রব্রাজিকা ভক্তিপ্রাণা, বয়স হয়েছিল ১০২

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যকার পরিব্রাজিকা। সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের অধ্যক্ষা ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০২ বছর।রবিবার রাত ১১ টা ২৪ মিনিটে মহা প্রস্থানের পথে পাড়িদান তিনি। মিশন সূত্রে খবর বেশ কয়েকদিন যাবত বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন। দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ সেবা সদন প্রতিষ্ঠানে তার চিকিৎসা চলছিল। চলতি বছর ডিসেম্বর মাসের প্রথম দিকে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তার।

এরপর তাকে আশঙ্কা জনক অবস্থায় আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার দিন দিন অবনতি হতে থাকে। ফুসফুসের সংক্রমণ থেকেই তার শরীরে তাপমাত্রা বেড়ে যায়। প্রবল জ্বরে তিনি স্মৃতি শক্তি হারিয়ে ফেলেন। রবিবার বিকাল থেকেই হঠাৎ ভেন্টিলেশন সাপোর্ট দরকার পড়ে ভক্তি প্রাণ এই সন্ন্যাসিনীর।

চিকিৎসকদের একটি মেডিকেল টিম গঠন করে তার সেবা-শুশ্রূষা করা হয়। এরপর চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে পরলোক গমন করেন তিনি। মাতাজি ছিলেন শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ মিশনের চতুর্থ তম অধ্যক্ষা। ২০০৯ সালের এপ্রিল মাসে এই পদে অধিষ্ঠিত হন তিনি। এরপর ১৩ বছর নিজের কর্তব্যে অবিচল থেকে গিয়েছিলেন তিনি।

আরো খবর: প্রায় ৯০ শতাংশ ভারতীয় নারীর নামের শেষ অক্ষর “A” অথবা “I” থাকে

১৯৫৯ সালে স্বামী শংকরানন্দের কাছ থেকে তিনি দীক্ষা গ্রহণ করেন। টালিগঞ্জের মাতৃভবন হাসপাতালের সম্পাদক ছিলেন তিনি। হাসপাতালের প্রভূত উন্নতি করেন তিনি। বিশেষ করে প্রসূতি বিভাগে ব্যাপক সম্প্রসারণ করা হয়।

মাতাজির প্রয়ানে শোকোস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তার মৃত্যুতে এক অপুরনীয় ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার তার দেহ সমাধিস্ত করা হবে।