সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরবঙ্গের জন্য বি’শে’ষ শতাব্দী এক্সপ্রেস চা’লা’বে রেল, কবে থেকে মি’ল’বে প’রি’ষে’বা জেনে নিন

অবশেষে যাত্রীদের সুবিধার্থে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফ থেকে চালু করা হচ্ছে একজোড়া নতুন শতাব্দী এক্সপ্রেস। এর মধ্য থেকে একটি এক্সপ্রেস ট্রেন চলবে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া পর্যন্ত। অপরটি গুয়াহাটি থেকে জোরহাট টাউন পর্যন্ত চলাচল করবে। আগামী ১২ই জুলাই থেকে এই স্পেশ্যাল শতাব্দী এক্সপ্রেস ট্রেন চালনা করার কথা বলা হয়েছে। শুধু রবিবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিনই এই বিশেষ ট্রেন চলবে বলেও জানা গেছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে যাত্রীদের সুবিধার্থেই ট্রেনের সময় নির্ধারণ করা হয়েছে। সপ্তাহের ছয়দিন প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় NJP থেকে ছাড়বে স্পেশ্যাল শতাব্দী এক্সপ্রেস। দুপুর দেড়টা নাগাদ হাওড়া পৌঁছবে ট্রেনটি। এরপর আবার ডাউন লাইনে হাওড়া থেকে ট্রেন ছাড়বে ঠিক দুপুর ২টো ১৫ মিনিটে। ট্রেন নিউ জলপাইগুড়ি পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। কিষাণগঞ্জ, বারসোই, মালদা টাউন, নিউ ফারাক্কা এবং বোলপুর স্টেশনে দাঁড়াবে এই ট্রেন।

অন্যদিকে গুয়াহাটি-জোর টাউনের জন শতাব্দী এক্সপ্রেস সকাল ৬টা ১০ মিনিটে গুয়াহাটি থেকে ছাড়বে। সেই ট্রেন জোরহাটে পৌঁছাবে দুপুর ১টায়। আবার ডাউন লাইনে জোরহাট থেকে দুপুর আড়াইটের সময় রওনা দিয়ে ডাউন ট্রেনটি গুয়াহাটি পৌঁছবে রাত ৯টা ২০ মিনিট নাগাদ। চপরমুখ জংশন, হোজাই, লঙ্কা, লামডিং, ডিফু, বোকাজান, মারিয়ানি জংশনে দাঁড়াবে এই ট্রেন। নাগাল্যান্ড সরকারের তরফৎথেকে একাধিক বিধিনিষেধ লাগু থাকায় ডিমাপুরে ট্রেনটিকে দাঁড় করানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের ওয়েবসাইটে এ বিষয়ে বিশদে জানানো হয়েছে। রেলের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে যাত্রীরা ওই ওয়েবসাইটে চোখ রাখলেই তাদের যা কিছু জানার রয়েছে জেনে নিতে পারবেন। স্পেশাল শতাবদি এক্সপ্রেস নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিশদ বিবরণ দেওয়া হয়েছে।