সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সংখ্যাতত্ত্বের হিসেব অ’নু’যা’য়ী বে’ছে নিন মোবাইল ন’ম্ব’র! যে কো’ন কা’জ হবে অনায়াসেই

মোবাইল নম্বর এমন একটি জিনিস যা আপনার প্রতিনিধিত্ব বহন করতে পারে। ব্যাংক পোস্ট অফিস অথবা যে কোন গুরুত্বপূর্ণ স্থানে আমরা দিয়ে থাকি আমাদের মোবাইল নম্বর। তাই এই নম্বরটি সংখ্যাতত্ত্ব অনুযায়ী সঠিক হওয়া উচিত বলে মনে করা হয়। যে কোন একটি সংখ্যা বেছে নিয়ে তার নিজের মোবাইল নাম্বার বানিয়ে ফেলবেন না। মোবাইল নম্বর বাছাই করার আগে দেখে নিন যে সেই সংখ্যাটি আপনার জন্য উপযোগী কিনা।

আমরা অনেকেই জানিনা যে কোন মোবাইল নম্বর আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে। জন্ম তারিখ অনুযায়ী আমাদের প্রত্যেকের একটি করে মূল অংক এবং একটি করে ভাগ্য অংক থাকে। আজ আপনাকে জানাবো কি করে এই মুল অংক এবং ভাগ্য অংক বের করে নেবেন।

যদি কারোর জন্মদিন হয় ২২ এপ্রিল, ১৯৮৩ তাহলে ওই ব্যক্তির মূলাংক হবে ২+২ = ৪। আর ওই ব্যক্তির ভাগ্যাংক হবে (২২.৪.১৯৮৩) ২+২+৪+১+৯+৮+৩ = ২৯ (২+৯) = ১১ (১+১) = ২

এবার দেখে নিন যে আপনি কিভাবে জানবেন আপনি সঠিক মোবাইল নম্বর বেছে নিয়েছেন কিনা। ঠিক যেভাবে আপনি জন্মতারিখের প্রত্যেকটি সংখ্যা পরস্পরের সঙ্গে যোগ করে আপনার ভাগ্য অংক বের করে ফেললেন ঠিক সেইভাবে আপনার মোবাইল নম্বর এর প্রত্যেকটি অংক যতক্ষণ না এক অঙ্কের সংখ্যা আছে ততক্ষণ যোগ করে যেতে হবে।

কোনও ব্যক্তির মোবাইল নম্বর হয় ৯৮১০০৯৮১০০ তাহলে তাঁর মোবাইল নম্বর পরপর যোগ করে হবে ৯+৮+১+০+০+৯+৮+১+০+০ = ৩৬ (৩+৬) = ৯, এই দুটির যোগফল যদি এক হয়ে যায় তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে 9 সংখ্যাটি নিউরোলজি অনুযায়ী শুভ। তাই মোবাইল এর যোগফল যদি নয় হয় তাহলে কখনো তা পাল্টাবেন না।

নতুন মোবাইল নাম্বার নেওয়ার সময় যে বিষয়গুলো মাথায় রাখবে সেগুলি হল

কারণ মোবাইল নাম্বার যদি শুরু থেকে শেষ পর্যন্ত পরপর বাড়তে থাকে তাহলে জানবেন সেই ব্যক্তি জীবনে উন্নতি করবে।

মোবাইল নম্বরের সংখ্যা যদি বড় থেকে ছোট হয় তাহলে জেনে রাখবেন আপনার জীবনে নানা বিপত্তি আসতে পারে।

যদি মোবাইল নম্বরে ৮ সংখ্যাটি বারবার আসে তাহলে জেনে রাখবেন আপনার জীবনে অশুভ কিছু আসতে চলেছে।

মোবাইল নম্বরে যদি ৯ সংখ্যাটি বারবার আসে তাহলে জেনে রাখবেন আপনার সংখ্যাটি শুভ।

নতুন মোবাইল নাম্বার নেওয়ার আগে অবশ্যই দেখবেন যেন ৮ সংখ্যাটি না থাকলে এবং খেয়াল করবেন যেন ৯ সংখ্যাটি থাকে।