সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

PWC: বৃহত্তর Accounting ফার্মে কর্মী নি’য়ো’গ, তাও আবার খা’স কলকাতায়, দারুন সু’যো’গ

বৃহত্তর একাউন্টিং ফার্ম প্রাইস ওয়াটার হাউস কুপার্স এবার বিজ্ঞপ্তি প্রকাশ করলো প্রার্থী নিয়োগের। কলকাতা স্থানীয় অফিসে সিরিয়ার অ্যাসোসিয়েট, কর্পোরেট ফাইন্যান্স পদের জন্য নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে এই মাল্টিন্যাশনাল কোম্পানি। আপনি যদি আগ্রহী এবং যোগ্য প্রার্থী হন তাহলে শীগ্রই আবেদন করতে পারেন। বিশদে জানতে গেলে অফিশিয়াল পট্রাল pwc.in এগিয়ে বিশদে যোগাযোগ করতে পারেন।

নির্বাচিত প্রার্থীরা সমস্যা সমাধানকারী দলের অংশ হিসেবে কাজ করবেন। বিভিন্ন সমস্যা যেমন ব্যবসায়ীক ট্রাজেডি থেকে শুরু করে কার্যকর জটিল সমস্যা, সবকিছু সমাধান করতে হবে প্রার্থীদের।

চলুন এক নজরে দেখে নেয়া যাক নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য, সংস্থার নাম প্রাইস ওয়াটার হাউস কুপার্স, সিনিয়র অ্যাসোসিয়েট কর্পোরেট ফিনান্স, পদের নাম

শূন্য পদের সংখ্যা কত তা জানানো হয়নি।

কাজের স্থান কলকাতা

কাজের ধরণ এবং নির্বাচন পদ্ধতি জানানো হয়নি।

আবেদন প্রক্রিয়া সম্পর্কে কিছু জানানো হয়নি।

শিক্ষাগত যোগ্যতা: সি এ বা সি এ ইন্টার, সি এফ এ বা এমবিএ অথবা যে কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা গবেষণায় দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীদের। বেতন সম্পর্কে কিছু জানানো যায়নি।

আবেদন পদ্ধতি অনলাইনে হবে তবে আবেদন করার শেষ দিন সম্পর্কে কিছু জানানো হয়নি। নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করার পাশাপাশি প্রার্থীরা নির্বাচিত হলে তাদের কিছু দক্ষতা থাকা আবশ্যক যেমন ক্লায়েন্টের অনুরোধে বিশেষ বিষয়গুলি অনুমান করতে হবে এবং বিশ্লেষণ করতে হবে।

প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। ডেটাবেজ সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকতে হবে। নতুন রিচার্জ মেথড ডিজাইন করার ক্ষমতা থাকতে হবে। কার্যকর মৌখিক ও লিখিত কমিউনিকেশন এর দক্ষতা থাকতে হবে। প্রকল্প অথবা টাইম ম্যানেজমেন্ট এর দক্ষতা থাকতে হবে। মাল্টিটাস্ক এর ক্ষমতা অথবা ক্রমাগত পুনর্নির্মাণ করার মানসিকতা থাকতে হবে।