সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের বা’র্ড ফ্লু নিয়ে চ’র্চা, পাখিদের মড়ক! এটাই হবে বিশ্বের পরবর্তী ম’হা’মা’রী?

মারাত্মক হারে বাড়ছে বার্ড ফ্লুতে আক্রান্ত মুরগির সংখ্যা। কিন্তু এই অসুখটি কতটা ভীতিপ্রবন? কমবেশি প্রতি বছরই বার্ড ফ্লু সংক্রমণ দেখা যায়। এইবছর ও হয়নি তার ব্যতিক্রম। হঠাৎ করেই আবার দেখা দিতে শুরু করেছেন বার্ড ফ্লু বা Avian Influenza রোগটি। কিন্তু এই সংক্রমণে কতটাই বা নিরাপদ মানুষ! কী বলছেন বিশেষজ্ঞরা !

বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে যে সংক্রমণটি কি মানুষের জন্য আদৌ বিপজ্জনক হয়ে উঠতে পারে?

বার্ড ফ্লু সারা বিশ্ব জুড়েই এক ভয়াবহ অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে খামখা আতঙ্কিত নাহয়ে ব্যাপারটি বোঝা দরকার। বর্তমানে ভাইরাসের H5N1 2.3.4.4b strain টির প্রকোপ দেখা যাচ্ছে।

মার্কিন কৃষি বিভাগ সূত্রে খবর প্রায় ৫৮ মিলিয়ন মুরগি সেদেশে এই ভাইরাসে আক্রান্ত, আক্রান্ত ৬২০০ বন্য পাখিও।

USA Today র রিপোর্ট অনুযায়ী ডা: জয় ভার্মা বলেছেন যে – পাখিদের মধ্যে এই ভাইরাসটির সংক্রমণ ক্ষমতা মারাত্মক। অসংখ্য পাখি মারা যাচ্ছে এই মড়কে ।

আরো খবর: আপনি কি জানেন ট্রেনে ১১ রকমের হর্ন আ’ছে? প্রতিটির আছে আ’লা’দা আ’লা’দা অ’র্থ!

সংক্রামক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ফারহা ইংগেল সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন – Avian Influenza বা বার্ড ফ্লু মানুষের জন্য খুব একটা ভয়ানক নয়।

এই মারণ ভাইরাসের সংক্রমণ মানুষের মধ্যে বিশেষ দেখা না গেলেও সংক্রমণ হলে তা খুব মৃদু উপসর্গ হিসাবে দেখা দিতে পারে। খুব বিরল কিছু ক্ষেত্র ছাড়া হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন হয়না রোগীদের।

সূত্রের খবর অনুযায়ী ২০০৩ থেকে ২০১৯ সালের মধ্যে বিশ্বে ৮৬১ জন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৪৫৫ জনের। যদিও এর মধ্যে ভারতে আক্রান্তের সংখ্যা খুব কম।

এই অসুখের উপসর্গগুলি নিম্নরুপঃ

কাশি,
জ্বর,
গলাব্যথা,
মাথাব্যথা,
শ্বাসকষ্ট,
লাল চোখ ,
শরীরে ব্যাথা ইত্যাদি।

স্যানিটেশন বা পরিষ্কার পরিচ্ছন্নতাই হলো এই রোগকে প্রতিরোধ করার প্রধান হাতিয়ার।