সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লোন শো’ধ করার ভু’য়ো ফোনকে পাত্তা না দেওয়ায় তরুণের ছবি বিকৃত করে পো’স্ট! ল’জ্জা’য় সুইসাইড

জালিয়াতির জেরে আবারও আত্মহত্যা। কোনো লোন না নেওয়া সত্ত্বেও বারবার তাকে ফোন করে লোন শোধ করে দেওয়ার কথা বলা হয়।

বিষয়টিতে প্রথমে তিনি হতচকিত হলেও পরে আর সেরকম গুরুত্ব না দেওয়ার মাশুল যে তাকে এইভাবে গুণতে হবে তা হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেননি বছর ৩৮ এর আত্মঘাতী সেলসম্যান সন্দীপ কোরেগাঁওকর।

সেই সেলসম্যানের বিকৃত করা ন’গ্ন ছবি পাঠিয়ে দেওয়া হয়েছিল তাঁর সহকর্মী এবং আত্মীয়দের কাছে। পরিবারের দাবি, এর পরেই চরম লজ্জায় পড়ে আত্মহত্যার পথই বেছে নিলেন ওই ব্যক্তি।

আরো পড়ুন: কেদারনাথ মন্দিরের দরজা খু’লে গেল, জানুন কিছু অ’জা’না ত’থ্য

মহারাষ্ট্রের মালাডে অঞ্চলে ঘটে যাওয়া এরূপ অস্বাভাবিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের মারফত জানা গিয়েছে, মৃতের ভাই দত্তগুরু অভিযোগ করেছেন, গত ২৩ এপ্রিল দাদা সন্দীপ তাঁকে ডেকে বলেন, তিনি কোনো লোন নেননি।

অথচ বারবার বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে লোন শোধের জন্য ‘চাপ’ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সন্দীপ যাতে তাড়াতাড়ি লোন শোধ করে দেন এই বলে তাঁর একাধিক সহকর্মীর কাছেও ফোন যায়।

দত্তগুরুর কথায়, তার দাদা মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন এবং ২৭ এপ্রিল এ প্রসঙ্গে তিনি থানায় একটি অভিযোগ করেন।এর পর বুধবার বাড়িতে দাদা যখন একা ছিল, তখনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের সকলের অভিযোগ, প্রতারকরা তাঁর ফোন হ্যাক করে সমস্ত তথ্য চুরি করেছে এবং সন্দীপের ছবিকে বিকৃত করে প্রায় ৫০ জন তাঁর সহকর্মী এবং আত্মীয়ের কাছে পাঠানো হয়। আর এই চরম লজ্জা তিনি মেনে নিতে না পারায় আত্মহত্যা করেন।

আরো পড়ুন: ঋতুপর্ণা জিলিপির থেকেও প্যাঁচালো, বি’স্ফো’র’ক ম’ন্ত’ব্য করে শিরোনামে খরাজ

এমনকি তাঁর ফোনের তথ্যও চুরি করা হয়েছে বলে অভিযোগ দত্তগুরুর। অভিযোগের প্রেক্ষিতে মৃত সেলসম্যানকে ফোন করে চাপ দিতেন এমন পাঁচ জনকে তাঁরা চিহ্নিত করা সম্ভব হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।

তবে অন্যদিকে সন্দীপের সহকর্মীরা অভিযোগ করেছেন যে, গত ২৭ এপ্রিল থানায় বিষয়টি নিয়ে অভিযোগ করেছিলেন তাঁরা। তখন যদি পুলিশ ঠিকঠাক পদক্ষেপ নিত, তা হলে আত্মহত্যা থেকে বাঁচানো যেত তাঁদের বন্ধুকে।