সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পোস্ট অফিসের ধা’মা’কা সেভিংস প্ল্যান, ৯৫ টাকা বিনিয়োগে মে’য়া’দ শেষে ১৪ লক্ষ টা’কা

কম অর্থ বিনিয়োগ করে কি আপনি ধনী হতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। পোস্ট অফিস মাঝে মাঝেই কিন্ত বিভিন্ন স্কিম, যোজনা নিয়ে আসে যার দ্বারা আপনি কম পয়সা বিনিয়োগ করে সহজেই লাখপতি হয়ে যেতে পারেন। সব থেকে ভালো বিষয় হল পোস্ট অফিসের কোনো প্রকল্পই ঝুঁকি পূর্ণ নয়।

অত্যন্ত ভালো রিটার্ন যুক্ত প্রকল্প। সম্প্রতি এমনই একটি প্রকল্প হল ৯৫ টাকা করে যদি আপনি সঞ্চয় করতে পারেন তাহলে মেয়াদ শেষ হওয়ার পর ১৪ লক্ষ টাকা অনায়াসে হাতে পাবেন। এই বিমার নাম রাখা হয়েছে সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বিমা।

এই যোজনা যে গ্রামের মানুষদের উদ্দেশ্যেই চালু করা হয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এই যোজনার মূল বিষয় হল , আপনি যত টাকা বিনিয়োগ করবেন তত টাকাই আপনি ফেরত পাবেন।

আরো পড়ুন: এই সিরিয়ালগুলো নি’র্মা’ণে’র জন্য সিনেমার থেকেও বে’শি খরচ ক’রা হয়েছে!

এই যোজনার ক্ষেত্রে ম্যাচুওর হওয়ার পরেও বোনাস পাওয়া যেতে পারে। আপনার বয়স যদি ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে হয় তাহলে আপনি যোগ্য। যে কোনো ভারত বাসি এই সুযোগ নিতে পারেন।

পলিসি হোল্ডার যদি জীবিত থাকেন তাহলে ১৫ বছরের মধ্যে তিনবার মানিব্যাক পেতে পারেন। ১৫ বছরে ৬,৯ ও ১২ বছরে মানিব্যাক পাওয়া সম্ভব। হিসেব করলে দেখা যাবে যদি কোনো ২৫ বছরের ব্যাক্তি ৭ লক্ষ টাকার এসিওর্ড ২০ বছরের জন্য করে তাকে প্রতি মাসে ২৮৫৩ টাকা দিতে হবে।

অর্থাৎ দৈনিক ৯৫ টাকা করে সঞ্চয়ের পরিমাণ দাড়াচ্ছে। বাতসরিক প্রিমিয়াম হিসেব করলে দেখা যাবে ৩২ হাজার ৭৩৫ টাকা। ৬ মাসের হিসেবে প্রিমিয়াম দাঁড়াবে ১৬,৭১৫ টাকা।

আরো পড়ুন: প্র’ব’ল বৃষ্টিপাতের পর সমুদ্রতটে মি’ল’লো অদ্ভুত প্রাণী, ভিনগ্রহী বলে দা’বি নেটিজেনদের

এদিকে যদি বার্ষিক বোনাস হিসেব করা যায় তাহলে প্রতি হাজার টাকায় পাবেন ৪৮ টাকা। মোট দাঁড়াবে সেটা ৩৩,৬০০ টাকা। যেটা ২০ বছর পরে দাড়াচ্ছে ৬ লক্ষ ৭০ হাজার টাকা। আর সেটাই যদি আসল টাকার সাথে যুক্ত করা যায় তাহলে সেটা দাড়াচ্ছে ১৩ লক্ষ ৭২ হাজার টাকা।