সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের EMI বাড়ার সম্ভাবনা, নতুন চ’ম’ক দিতে তৈ’রি হচ্ছে RBI

আগের বছর থেকেই দফায় দফায় রেপো রেট বৃদ্ধি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট হল এমন একটি সুদের হার যে হারে আরবিআই বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে অর্থ ঋণ দেয়।যেখানে বিপরীত রেপো রেট হল যেখানে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে অতিরিক্ত তহবিল জমা করে এবং বিনিময়ে রিজার্ভেশন সুদ দেয় ।এই উভয় হার বার্ষিক চক্রবৃদ্ধি হারে হয়।

বর্তমানে এই রেপো রেট ৬.৫০% । ফলে লোন নেওয়ার ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে।লোনের ক্ষেত্রে সুদ বেড়েছে ব্যাঙ্কের গ্রাহকদের জন্য। ফান্ড ভিত্তিক ঋণের হারও বৃদ্ধি পেয়েছে।

সূত্রে খবর আগামী এপ্রিল মাসে ফের বৈঠকে বসতে পারে মুদ্রানীতি কমিটি। ফলে রেপো রেট বাড়ার একটা সম্ভাবনা রয়েছে । অন্যদিকে দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের উপর চলে গিয়েছে।

আরো খবর: এবার আ’রো ভালো করে দেখুন IPL, বি’রা’ট ব্যাক-আপ প্ল্যান নি’য়ে হা’জি’র JIO FIBER

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, ২০২৩-২৪ অর্থবর্ষে মুদ্রানীতি কমিটির প্রথম বৈঠক আগামী ৩ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে।

শেষবার ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রেপো রেট ০.২৫ শতাংশ বাড়ানো হয়েছিল। পরবর্তী বৈঠকে আবারও যদি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ বাড়ানো হয়, তাহলে তা দাঁড়াবে ৬.৭৫ শতাংশ। ফলে এর কোপ পড়বে মধ্যবিত্তের পকেটে।