সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেট্রোলের দাম ১১০ টা’কা প্রতি লিটার, পিছু ধাওয়া করছে ডিজেল

পেট্রল-ডিজেলের দাম গত সপ্তাহের মঙ্গলবার থেকে দেশে লাফিয়ে বাড়তে শুরু করেছে। তার আগে নজির বিহীন ভাবে দেশে 137 দিন ধরে স্থির ছিল পেট্রল-ডিজেলের দাম। এ সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেলেও ভারতে তাঁর কোনও প্রভাব পড়েনি।

বিশেষজ্ঞরা পাঁচ রাজ্যের ভোটের কথা ভেবেই দেশে বাড়েনি জ্বালানির দাম। এখন সেই লাভই সুদে-আসলে ভরতে হচ্ছে সাধারণ মানুষকে।

বুধবার ভোর থেকে 80 পয়সা করে বৃদ্ধি পেল জ্বালানির দাম। পেট্রল ও ডিজেল উভয় জ্বালানির দামই 80 পয়সা করে বৃদ্ধি করা হল।

আরো পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ব’ড়ো উপহার মোদি সরকারের, বা’ড়া’নো হ’লো DA

গত 9 দিনে মোট 5.60 টাকা বাড়ল জ্বালানির দর। যার জেরে মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের। কলকাতায় দীর্ঘদিন ধরে পেট্রলের দাম 104.67 টাকা প্রতি লিটার স্থির ছিল।

মাত্র 9 দিনে সেই দাম এখন 110 টাকা পার করে গিয়েছে। দিল্লিতেও হাল তথৈবচ। পেট্রল পার করেছে 101 টাকা লিটার। অন্যদিকে, মুম্বইতে ডিজেলের দাম পার করে গিয়েছে 100 টাকা।

বুধবার সকাল থেকেই নতুন দামে জ্বালানি কিনছে সাধারণ মানুষ। শহর কলকাতায় পেট্রলের লিটার প্রতি দাম রয়েছে 110.52 টাকা। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম রয়েছে 95.42 টাকা।