সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অনেকটাই কমতে পা’রে পেট্রোল ও ডিজেলের দা’ম!

গত ১০ দিনে নবমবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। তবে শুক্রবার বিরতি। এদিন পেট্রোল-ডিজেলের অপিরবর্তিত । এদিন কলকাতায় ৮৩ পয়সা এবং ৮০ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের প্রতি লিটারের দাম ১১০ টাকা ৫২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১১ টাকা ৩৫ পয়সা।

প্রতি লিটার ডিজেলের দাম ৯৫ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৬২ পয়সা।এদিন জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম১০১ টাকা ০১ পয়সা থেকে ১০১ টাকা ৮১ পয়সা। এবং ডিজেলের দাম ৯২ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে ৯৩টাকা ০৭ পয়সাতেই স্থির রয়েছে।

মুম্বই লিটার প্রতি পেট্রোলে ৮৪ পয়সা বেড়ে দাম ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে ১১৬ টাকা ৭২ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ১০ থেকে বেড়ে ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে।

আরো পড়ুন: এপ্রিল মাসেই প্রচুর উ’ন্ন’তি হ’বে কর্কট রাশির, কেমন কা’ট’বে জেনে নিন

চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলে ৭৬ পয়সা বেড়ে দাম ১০৭ টাকা ৪৫ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম বেড়ে ৯৭ টাকা ৫২পয়সা দাঁড়িয়েছে।মোদী সরকারের পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন শ্রমিক সংগঠন।

এবার অনেকটাই কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম। এক মাস পার করেছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জন্য রাশিয়ার উপরে পশ্চিমি দুনিয়ার নিষেধাজ্ঞা বিশ্ব বাজারে তেলের দামকে ১৩৯ ডলারে নিয়ে গিয়েছিল।

এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হিসেবে ভারতেকে উদ্বেগে রেখেছিল। তবে গত একসপ্তাহে অনেকটাই কমে যায় অপরিশোধিত তেলের দর।

এক সপ্তাহে অপরিশোধিত তেলের দর ৪০ ডলার কমেছে।গত ৭ মার্চ যেখানে অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌছে গিয়েছিল।তবে মঙ্গলবারের পর থেকেই অপরিশোধিত তেলের দর ব্যারেল প্রতি ৯৯.১১ ডলারে নেমে আসে। ভারতকে কম দামে তেল বেচবে রাশিয়া।