সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্যান কা’র্ড হা’রি’য়ে মোদির কাছে সাহায্য চাইলেন পিটারসেন, আয়কর বি’ভা’গ দিলো দু’র্দা’ন্ত জবাব

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন ভারত সফরে থাকাকালীন প্যান কার্ড হারালেন। বর্তমানে তিনি ভারত সফরে রয়েছেন। কেভিন পিটারসেনের প্যান কার্ড হারানোর পরে তিনি টুইট করে সাহায্য চেয়েছেন। এমনকি কেভিন পিটারসেনও তাঁর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করেছেন।

প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসেন টুইট করেছেন, ‘দয়া করে সাহায্য করুন, আমি আমার প্যান কার্ড হারিয়ে ফেলেছি এবং সোমবার থেকে ভ্রমণ করছি। কিন্তু কাজের জন্য কার্ড দরকার।

কেউ কি দয়া করে আমাকে এমন একজনের কাছে পাঠাতে পারেন, যাঁকে আমি আমার সাহায্যের জন্য যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করতে পারি?’

আয়কর দফতরের তরফে কেভিন পিটারসেনের এই টুইটের জবাবও দেওয়া হয়েছে।

আয়কর দফতর দ্বারা বলা হয়েছে যে, তার যদি প্যান কার্ডের বিশদ বিবরণ থাকে, তবে সে এই জায়গাগুলিতে আবেদন করে আপনার প্যান কার্ড পেতে পারেন।

আরো পড়ুন: অভিনয়ে আসার ইচ্ছে নেই, কিন্তু সব অভিনেত্রীদের রূপের দি’ক দিয়ে টে’ক্কা দেবেন জুহি চাওলার মেয়ে

এছাড়াও আয়কর বলেছে যে,তার যদি প্যান কার্ডের বিশদ বিবরণ মনে না রাখেন এবং ফিজিক্যাল কার্ডের জন্য প্যান অ্যাক্সেস করতে চান তবেসে তাদের এই ইমেলে লিখতে পারেন। adg1.systems@incometax.gov.in, jd.systems1.1@incometax.gov.in এই মেল আইডি দুটো দেওয়া হয়েছে আয়কর দফতরের পক্ষ থেকে।