সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পেনশনের টা’কা ড্রোনে করে এলো বাড়িতে! হ’ত’বা’ক ওড়িশার গ্রামের বাসিন্দা

ড্রোনে করে পেনশনের টাকা পাঠানো হলো এক ব্যক্তির বাড়িতে।ঘটনাটি ঘটেছে ওড়িশায়।সেই রাজ্যের নুয়াপাড়া জেলার প্রত্যন্ত গ্রাম ভুটকাপাড়া।এলাকাটি ঘন জঙ্গলে ঘেরা।সেই গ্রামের বাসিন্দা হেতারাম।সরকারি পেনশনের জন্য জঙ্গলে ভরা ২ কিমি পথ পেরিয়ে পঞ্চায়েত অফিসে যেতে হত ওই ব্যক্তিকে।

শারীরিকভাবে প্রতিবন্ধী হেতারামের যথেষ্ট কষ্ট হত। এই কষ্ট লাঘব করতেই এই ড্রোনের ভাবনা গ্রামের প্রধান বা সরপঞ্চের।হেতারাম জানিয়েছেন হঠাৎই সোমবার একটি ড্রোনকে তাঁর বাড়ির দিকে উড়ে আসতে দেখেন তিনি। ড্রোনটি এসে নামে তাঁর বাড়ির উঠোনে।

তিনি লক্ষ করেন সেখানে টাকা রয়েছে। সূত্রে খবর,অনলাইনে অর্ডার দিয়ে নিজের টাকাতেই ড্রোনটি কেনেন গ্রামের সরপঞ্চ সরোজ আগরওয়াল। তিনি জানিয়েছেন‘‘আমাদের পঞ্চায়েত এলাকার ভুটকাপাড়া গ্রামে থাকেন প্রতিবন্ধী হেতারাম।

আরো খবর: এবার কি তবে “এক দেশ এক আইন”? বড়ো বয়ান দিলেন অমিত শাহ

পেনশন সংগ্রহে যাতে ওর সমস্যা না হয়, সে কারণেই ড্রোনের মাধ্যমে পেনশন পাঠাবার ব্যাবস্থা।’’ সরপঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হেতারাম সহ গ্রামের সকলেই।

তিনি বলেছেন, ‘‘ড্রোনের সাহায্য টাকা পাঠিয়েছেন সরপঞ্চ যা বড় স্বস্তির। আমার বাড়ি থেকে পঞ্চায়েত অফিস প্রায় ২ কিমি। তাই খুব সমস্যায় পড়তে হত পেনশন আনার সময়।’’