সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পু’রু’ষা’ঙ্গ আকৃতির মাছ ঘুরে বে’ড়া’চ্ছে সমুদ্রে, ভাইরাল অ’দ্ভু’ত প্রাণীর ছবি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে পুরুষাঙ্গের মত দেখতে এক অদ্ভুত প্রাণীর ছবি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেক অজানা তথ্য সংগ্রহ করে থাকি। নানা ধরণের অদ্ভুত প্রাণী, পাখি, প্রজাতিদের সঙ্গে পরিচিত হই। এমনকি তাদের বিভিন্ন প্রকার আচরণ, কাণ্ডকারখানা ইত্যাদিও দেখতে পাই। আজ আপনাদের এমন এক অদ্ভুত প্রাণীর বিষয়ে বলতে চলেছি যার কথা আগে কখনো শুনেছেন বলে তো আমার মনে হয় না।

এমন অনেক লোক আছেন যারা নিয়মিত সাগরকে পরিষ্কার করতে সমুদ্রের নীচে যান। এরকমই একজন হলেন আটচল্লিশ বছর বয়সী জোশি জোন্স। একদিন হঠাৎই জলের তলায় এক অদ্ভূত প্রাণী দেখতে পান তিনি। এই অদ্ভুত প্রাণীর নাম দেওয়া হয়েছে ‘পেনিস ফিশ’ কারণ প্রাণীটিকে দেখতে হুবহু পুরুষাঙ্গের মতো। জানা গেছে, তিনি এই অদ্ভুত প্রাণীটি দেখেছিলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাই ফ্রন্ট সৈকতের কাছে সমুদ্রের তলদেশে। বিজ্ঞানীদের ভাষায় সমুদ্রের এই অদ্ভুত প্রাণীটি হল প্রয়াপুলিডা। প্রাণীটি সম্বন্ধে পাওয়া বিজ্ঞানীদের তথ্যের ভিত্তিতে জানতে পারা গেছে যে তারা সমুদ্রের মাটির নীচে বাস করে। সমুদ্রের তলায় প্রবল ঝড় শুরু হলে এই পেনিশ ফিস মাটির তলা থেকে বেরিয়ে আসে।

জোশির কথায় প্রতিনিয়ত নিয়মমাফিক সমুদ্রের তলা পরিষ্কার করতে হয় যাতে সমুদ্রের তলায় প্রাণীরা তাদের বসবাসের জন্য একটি পরিষ্কার এবং স্বাস্থ্যকর পরিবেশ পায়। সূত্রের খবর তিনি প্রায় ১০ বছর ধরে এই কাজ করছেন। এবারও এই কাজেই গিয়েছিলেন তিনি এবং তখনই তিনি এই অদ্ভুত প্রজাতির পেনিস ফিশকে প্রত্যক্ষ করেন।

গত বছর ক্যালিফোর্নিয়ার একটি সাগরে এই প্রাণীটির দেখা মিলেছে বলে জানা গেছে। জোশি সেই সমস্ত ছবি ক্যামেরাবন্দী করেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সঙ্গে সঙ্গেই ঝড়ের গতিতে সেগুলো ভাইরাল হয়ে যায়।