সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যাত্রীদের আর হেনস্তা হ’তে হ’বে না! ক্যাব চালকদের জন্য নতুন গাইডলাইন প্র’কা’শ রাজ্যের

ক্যাব বুক করে কোথাও যেতে চান? কিন্তু সে যে দারুন ঝক্কির ব্যাপার। বুকিং করেও যেন কোনোভাবেই শান্তি নেই। বিভিন্ন সময়ে চালকদের জন্য ভোগান্তির শিকার হয় যাত্রীরা। কিন্তু এবার, সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই হস্তক্ষেপ করল সরকার।রাজ্য সরকারি হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষের যাতায়াতের কিছুটা শুরু হবে বলে মনে করা হচ্ছে।

খুব সহজেই গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে, কোন রকমের অসুবিধার সম্মুখীন হতে হবে না তাদের। আগে একটা সময় কোনো কারণ ছাড়াই বুকিং বাতিল করে দিত চালকেরা। যাত্রীরা সেই অপেক্ষায় থাকতো, কিন্তু শেষ পর্যন্ত তাদের ভোগান্তির শিকার হতে হতো।তবে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপে নতুন গাইডলাইন তৈরি করে দেওয়া হল চালকদের জন্য।

গাইডলাইন অনুযায়ী, যদি কোনো চালক যাত্রী বুকিং ক্যানসেল করে দেয়, কোন কারন ছাড়াই। তাহলে সেই টাকা ফেরত পাবে যাত্রীরা। মোটকথা কোনো কারণ ছাড়া যদি যাত্রীর বুকিং বাতিল করে দেয় চালক, তাহলে সেই ফাইন গুনতে হবে চালককে।

আরো পড়ুন: তিনি ইউক্রেনের ফার্স্ট লে’ডি, যু’দ্ধে’র আ’ব’হে উ’ঠে এলো তাঁর জীবনের অ’জা’না কা’হি’নী

কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী এবার রাজ্য সরকার হস্তক্ষেপ করল এই কাজে। যেটা সাধারণ মানুষের জন্য দারুণ একটা ব্যাপার। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এই নতুন গাইডলাইনে দারুণ খুশি যাত্রীরা। দেখা যায় একটু রাত হলেই যাত্রীদের বুকিং ক্যানসেল করে দেয় কোনো কারণ ছাড়াই চলাকেরা।

কিন্তু এবার এই ধরনের কাজ করলে ১০% টাকা ফেরত দিতে হবে চালককে। রাতের সময়ে বিশেষ করে যাত্রীদের আরো ভোগান্তির সম্মুখীন হতে হয়। অ্যাপ-ক্যাবের ভাড়া থেকে যাত্রী সুরক্ষার নজরদারিতে রাজ্য সরকার একটি নিয়ন্ত্রক সংস্থাও তৈরি করছে বলে সুত্রের খবর।

তবে রাজ্যের গাইডলাইন অনুযায়ী যাত্রীদের জন্য যে রকম সুবিধা রয়েছে, তেমনি রয়েছে চালকদের জন্য সুবিধা। ক্যাব চালকদের ওপরেও নজর দেওয়া হবে বলে জানা গেছে।

আরো পড়ুন: গরু পাচার কা’ণ্ডে ফে’র ত’ল’ব অনুব্রতকে, এবার হা’জি’রা এড়ালেই ক’ড়া ব্যবস্থা!

অনেক সময় দেখা যায় বিভিন্ন অছিলায়, ক্যাব চালকদের উপর বেশি ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে। তাই যাতে যাত্রী ও চালক দুই ক্ষেত্রেই সুবিধা হয়,সেই জন্য সমস্ত দিক বিচার করেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আসলে জানা যাচ্ছে হলুদ ট্যাক্সি ভাড়া নির্ভর করেই এই ক্যাবের ভাড়া নির্ধারণ করা হবে।