সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাজ্যের বিভিন্ন প্রা’ন্তে আদিবাসী সংগঠনের রেল অবরোধ, স’ম’স্যা’য় যাত্রীরা

রেল রোড চাক্কা জ্যামের ডাক দিয়েছে আদিবাসীরা। যার কারনে রেল যাত্রীরা চরম ভোগান্তিতে পড়তে চলেছে। আদিবাসী সেঙ্গেল অভিযান নামে এক সংগঠন এই রেল অবরোধের ডাক দিয়েছে। সকাল থেকেই তারা অবরোধ চালু করেছে, মালদার আদিনা স্টেশন থেকে তাদের অবরোধ চালু হয়েছে।

কেন্দ্র তাদের দাবি মেনে নেয় নি সেই কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।আদিবাসী সেঙ্গেল অভিযান’-এর উত্তরবঙ্গের জেনারেল প্রেসিডেন্ট মোহন হাঁসদা বলেন, যারা প্রকৃত ST তাদের তালিকায় নাম তোলা হয়নি।কেন্দ্র এখনো সারনা ধর্মের কোড চালু করেনি।

সমস্ত গুরুত্বপূর্ণ ট্রেন এই অবরোধের কারণে বিভিন্ন স্টেশনে ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে বলে খবর। রেল রোকো অভিযানের জন্য ডাউন শতাব্দী সামসি স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে রেল পুলিশের বিরাট বাহিনী ও রাজ্য পুলিশ।

আরো খবর: দেশের একমাত্র রাজ্য যেখানে স্বামী হা’রা’নো’র শা’স্তি পায় নাবালিকা বধূরা! এখনো এই প্র’থা বিদ্য’মান

এখানেই শুধু নয় এই সংগঠন শনিবার পশ্চিমবঙ্গের খেমাশুলিতেও রেল রোড চাক্কা জ্যাম কর্মসূচি করে।পশ্চিমবঙ্গের পাশাপাশি ওডিশা, বিহার, অসম এবং ঝাড়খণ্ডেও চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কিন্তু এই কর্মসূচির কারণে ভোগান্তিতে পড়েছে নিত্য পথযাত্রীরা।

সাধারণ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মাঝেই এই ধরনের অবরোধ যা সত্যিই তাদের ভাবাচ্ছে ও চিন্তার মধ্যে ফেলছে। একজন নিত্যযাত্রী জানিয়েছেন, আমি আদিনা থেকে ট্রেনে করে কর্মক্ষেত্রে যাব। কিন্তু এসে দেখি এই অবরোধ, এখন কিভাবে গন্তব্যে পৌঁছাবো সেটাই চিন্তার বিষয়।