সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতিদিন এক পায়ে লা’ফি’য়ে স্কুলে আসতে হয় পারভেজকে, ২ কিমি প’থ অতিক্রমের ভিডিও ভাইরাল

জীবনযুদ্ধ হয়তো একেই বলে, কজন আর জীবনের সাথে যুদ্ধ করে এগিয়ে যেতে পারে সামনে? যে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের আলোর দিকে এগিয়ে যেতে পারে তাকে নিয়েই গড়ে ওঠে এক ইতিহাস।

জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ার স্কুলের ছাত্র পারভেজরা এমনই একটি ইতিহাস গড়ার লক্ষ্যে। তার জীবন যুদ্ধ দেখলে মাথা নুইয়ে আসতে বাধ্য। পারভেজের বাড়ি থেকে স্কুলের দূরত্ব ২ কিমি, সেটা হয়তো কোনো ব্যাপারই না।

মতই পাহাড়ি রাস্তা হোক না কেন, ২ কিমি হাঁটা পথ কোনো ব্যাপারই না।কত ছেলে মেয়েই তো পাহাড়ের চড়াই উতরাই নেমে আসে।তাহলে এই যুবক পারভেজ কি এমন করল মা সত্যি সবার চোখে জল এনেছে। বা তার কর্মকান্ডে সবাই অবাক হয়েছে।

আরো পড়ুন: জোর গুঞ্জন, রাষ্ট্রপতি পদপ্রার্থী কি বিজেপির অন্যতম নে’তা মুখতার আব্বাস নকভি?

তাহলে এবার আসল গল্প শুনুন পারভেজ এর, এই ২ কিমি পাহাড়ি রাস্তা এক পায়ে ভর করে যাতায়াত করতে হয়।এই পাহাড়ী রাস্তা অতিক্রম করতে হয় এক পায়ে লাফিয়ে লাফিয়ে আবার সময় হলে বাড়ি ফিরে যেতে হয় একপায়ে ভর করেই।

কিন্তু তাই কি হয়েছে, জীবন যুদ্ধের লড়াই করার সাহস রয়েছে তার। সম্প্রতি পারভেজ এর একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেন এরা দারুন ভাবে আপ্লুত হয়েছে।

পারভেজ এর এই মনের জোর দেখে সবাই অবাক হয়েছে। সাধারণ মানুষ সামান্য একটু অসুবিধার সম্মুখীন হল এই বিভিন্ন ধরনের অজুহাতের সাহায্য নয়। কিন্তু এই যুবকের মনের জোর ও লড়াই করার শক্তি এতটাই বেশী যা সবকিছুকেই হার মানায়।