Home দেশ ভারতের আকাশসী’মা’য় ঢুকে ঘো’রা’ঘু’রি করলো পাক বিমান, কিন্তু কেন?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের আকাশসী’মা’য় ঢুকে ঘো’রা’ঘু’রি করলো পাক বিমান, কিন্তু কেন?

ভারতের সঙ্গে পাকিস্তানের যে আদার কাজ করা সম্পর্ক সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। বারবার ভারতকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করে পাকিস্তান। ভারত অবশ্য তার যোগ্য জবাব দেয়। সম্প্রতি ভারতীয় আকাশ সীমার মধ্যে ঢুকে পড়েছিল একটি পাকিস্তানী যাত্রীবাহী বিমান। তবে খারাপ আবহাওয়ার কারণেই তারা ঢুকে পড়েছিল বলে জানা গিয়েছে।

প্রায় দশ মিনিট সেটি ঘুরপাক খাচ্ছিল ভারতের আকাশে। ভারতীয় বায়ু সেনাকে সতর্ক করা হয়েছিল। পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর ১৬ বছরের পুরনো একটি বিমান ৪ মে ভারতীয় আকাশ সীমানায় ঢুকে পড়ে বলে জানা যায়। রাতের অন্ধকারে পাঞ্জাবে বেশ কয়েকটি জায়গার উপর দিয়ে পরিভ্রমণ করে ওই বিমান।

পিকে ২৪৮ নামের ওই উড়ান ওমানের মাসকট থেকে লাহোরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে লাহোরে অবতরণের আগে আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সময় তারা বুঝতে পারে আকাশের অবস্থা মোটেই ভালো নয়। এই অবস্থায় তারা কিছুতেই অবতরণ করতে পারছিল না।

আরো খবর: বাংলায় নি’ষি’দ্ধ “The Kerala Story”, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

দিল্লি এয়ার ট্রাফিক কন্ট্রোলকে এই বিষয়টি সম্পর্কে জানানো হয়। লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে তারা সমন্বয় স্থাপন করে। এরপর গোটা পরিস্থিতির উপর নজরদারি চালানো হয়। পাকিস্তানি বিমানটি পাঞ্জাব রাজ্যের বেশ কয়েকটি জায়গার উপর দিয়ে ঘোরাফেরা করে।

এরপর সেটি উড়ে যায় আকাশের দিকে একেবারে দক্ষিণে। দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিম দিকে মোর নেয় ওই বিমান। এরপর সেই বিমানটিকে মুলতানের দিকে পাঠিয়ে দেওয়া হয়।

পাকিস্তানি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের অনেক বিমান বেশ কয়েকবার ভারতের আকাশ সীমায় ঢুকে পড়েছিল কিন্তু তাদের কোন অনুমতি নেই। তবে শাস্তি দিয়ে নয় বরং পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করলো ভারত।