Home বিনোদন বাংলায় নি’ষি’দ্ধ “The Kerala Story”, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় নি’ষি’দ্ধ “The Kerala Story”, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

“দ্য কেরালা স্টোরি” এই সিনেমাটি রাজ্যে নিষিদ্ধ এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকার কখনোই ঘৃণা বরদাস্ত করবে না, শান্তি বজায় রাখায় মূল উদ্দেশ্য তাই এই কারণে কেরালা স্টোরি ব্যান করা হয়েছে।

এই সিনেমাটি নিয়ে সাংবাদিক বৈঠকে নিজের ক্ষোভ উগ্রে দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে তিনি ক্ষোভ উগ্রে দিয়ে বলেন, “এই সিনেমাটির সাহায্যে বিকৃত ইতিহাস প্রচার করা হচ্ছে। কাশ্মীর ফাইলসের পর আরো একটি সিনেমা যেটি বিকৃত করা হবে। এরপর হয়তো তৈরি হবে বেঙ্গল ফাইলস “।

এই সাংবাদিক বৈঠকে তিনি সিপিএম এবং বিজেপির আঁতাতের অভিযোগও তোলেন। কেরালা ফাইলস ছবিটি মূলত কেরলের ধর্মান্তরকরণ এবং জঙ্গীযোগ প্রসঙ্গ নিয়ে তৈরি। গোটা দেশে এই ছবিটি মুক্তি পাওয়ার পর পরই যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে।

আরো খবর: কিছু কিছু ব্যাংক FD-তে ১০ শতাংশ সু’দ অ’ফা’র করছে, কোথায় গেলে মিলবে বে’শি সুদ?

এই ছবিটি কলকাতাতে মুক্তি পায় ৫ই মে তবে ৮ই মে এই ছবিটি নিষিদ্ধ বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর আগে ঠিক একই রকম সিদ্ধান্ত নিয়েছিল তামিলনাড়ু সরকার।

গত রবিবার থেকে তামিলনাড়ুতে” দ্যা কেরালা স্টোরি” দেখানো বন্ধ করে দেওয়া হয়েছে। সিনেমাটি দেখার পর যে বিতর্ক শুরু হয়েছিল তারপরে এই সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু সরকার।

চেন্নাইয়ে এই ছবিটি দেখানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সামিল হয় বেশ কয়েকজন, সেখানে যোগ দেন চলচ্চিত্রের বিখ্যাত কিছু মানুষজনেরাও। এই ছবিটি বন্ধ করে দেওয়ার দাবি ওঠে,যদিও এই বিষয়ে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি।