সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পদ্মায় ধরা পড়লো ১৮ কেজি ওজনের বি’শা’ল কাতলা, দাম শুনলে বি’শ্বা’স হবে না আপনার!

বাংলাদেশের গোয়ালন্দে পদ্মা নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়লো ১৮ কেজি ওজনের কাতলা মাছ! এত বড় কাতলা মাছ দেখে মৎস্যজীবীদের মধ্যে শোরগোল পড়ে যায়। মাছটিকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায়। শেষমেষ মাছটিকে নিলামে তোলা হয়। নিলামে প্রতি কেজি কাতলা মাছ ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি করা হয়েছে।

শুক্রবার রাতে পাবনার মৎস্যজীবী গুরুদেব হালদার এবং আরও কয়েক জন পদ্মায় মাছ ধরতে গিয়েছিলেন। এরপর গুরুদেবের জালে ধরা পড়ে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের ওই কাতলা মাছটি। মাছটি দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন মাছের বাজারে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মাছটিকে ওজন করতেই সকলের চক্ষু চড়কগাছ। পদ্মায় এর আগে বড় ওজনের মাছ উদ্ধার করা হলেও এত বড় ওজনের কাতলা মাছ আগে কখনো ওঠেনি।

এরপর সেই মাছের বাজারেই নিলামে ওঠে এই মাছটি। ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের কাতলা মাছটি বিক্রি হয়েছে ২৫ হাজার ৪০০ টাকায়। স্থানীয় এক ব্যবসায়ী চাঁদু মোল্লা মাছটিকে কিনে নিয়েছেন। এরপর তিনি তার আড়তে মাছটিকে নিয়ে যান। তিনি আশা করেছেন এই মাছ তিনি কিলো প্রতি ১৫০০ টাকা দরে বিক্রি করতে পারবেন। এমন বড় সাইজের কাতলা মাছ কেনার জন্য দূরদূরান্ত থেকে খদ্দেররা ভিড় জমিয়েছেন তার কাছে।