সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাধারণ মানুষ না নেতা? কার আ’য়ু সবচেয়ে বে’শি?

নেতা মন্ত্রীরা এদের জীবন যাপন কি একটি সাধারণ মানুষের মতো? আপনি কি মনে করেন, নেতারা কিন্তু আর পাচটা সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারে না।এদের কর্মব্যস্ততা এতটাই যে পরিবারের সাথেও সময় দিতে পারে না এরা।

তবে এবার এই সব তথ্যের সাথে আরেকটি তথ্য সামনে এসেছে যা শুনলে অবাক হতে হয়, বিশেষজ্ঞরা জানিয়েছে, নেতাদের যে আয়ু কি একটি সাধারণ মানুষ্রে মতো হয়ে থাকে? গবেষণার রিপোর্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে, সেখানে বলা হচ্ছে যতদিন যাচ্ছে দেখা যাচ্ছে আয়ুর পার্থক্য ততটাই বৃদ্ধি পাচ্ছে।

১৯ শতকের দিক থেকে দেখা গেছে নেতাদের আয়ু সাধারণ মানুষের মতোই ছিল, কিন্তু সেই পরিসংখ্যান বদলাতে চলেছে। আসলে এই যে গবেষণা করা হয়েছে সেটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৫৭ হাজার নেতাদের ওপরে করা হয়েছে।

আরো পড়ুন: সোনাক্ষী কার সন্তান? রিনা রায়ের স’ঙ্গে চেহারার মি’ল থাকায় এবার ফাঁ’স হলো আসল স’ত্য

গবেষকেরা মোট ৫৭,৫০০ টির বেশী তথ্য সংগ্রহ করেছে, বিশেষ করে ১১ টি দেশের তথ্য অস্ট্রিয়া থেকে শুরু করে,ইতালি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, জার্মানি, ইতালি, কানাডা, ফ্রান্স ও আরও কয়েকটি দেশ।

সেই সব তথ্যের ডেটা বিশ্লেষণ করেই এই সিদ্ধান্তে এসেছে যে, নারীরা পুরুষদের তুলনায় বেশী দিন বাচে। এদিকে আবার সাধারণ মানুষের সাথে নেতাদের বয়সের পার্থক্য থাকে ৩-৭ বছরের মধ্যে।

তবে এর কারণ কি? যদি ইতিহাস ঘেটে দেখা যায় তাহলে লক্ষ্য করা যাবে, ২০ শতকের প্রথম দিকে অভিজাত পরিবারের মধ্যে ধূমপানের প্রথা অনেকটাই বেশী ছিল। কিন্তু সেটা ১৯৫০ সালের পর থেকে অনেকটাই কমেছে, সাধারণ মানুষের থেকে আরও বেশী কমেছে। তাই এই ব্যবধান সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা গবেষণা থেকে জানতে পেরেছেন, নেতাদের আয়ু সাধারণ মানুষের চেয়ে বেশি হয়।