সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাঁচটি রাজ্যেই মুখ থু’ব’ড়ে পড়েছে, বিরোধী দলের ত’ক’মা ঘু’চ’তে চলেছে কংগ্রেসের!

গত বৃহস্পতিবার মোট পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। আর যেকোনো একটি রাজ্যে কংগ্রেস তেমনভাবে দাগ কাটতে পারেনি। কংগ্রেসের বর্তমান সময়ের অবস্থার উপর নির্ভর করে বিবেচনা করা হয়, হয়তো তারা বিরোধী দলের তকমা হারিয়ে ফেলবে কিছুদিনের মধ্যেই।

শুনলে অবাক লাগলেও বাস্তবে এটাই যেন হতে চলেছে কংগ্রেসের। আসলে এবছর রাজ্যসভায় দ্বি-বার্ষিক নির্বাচন হওয়ার কথা , আসে নির্বাচনে জাতীয় কংগ্রেসের সংখ্যা যা হবে তা সত্যিই রাজনৈতিক ইতিহাসে প্রথম। আমরা অনেকেই জানি না বিরোধী দলের তকমা পেতে হলে কি নিয়ম রয়েছে? বিশেষজ্ঞদের মতে বলা হয়েছে, সংসদের মোট সদস্যদের মধ্যে 10% সদস্য থাকতেই হবে একটি বিরোধী দলের ক্ষেত্রে।

কিন্তু এখানেই প্রশ্ন শেষ হচ্ছে না, তরুণের সাথে রয়েছে আরও একটি প্রশ্ন। যদি একটি দল এ 25 জন সদস্য থাকে তাহলেই, তারা নিজেদের নেতাকে বিরোধী নেতা হিসেবে সংসদে প্রতিষ্ঠা করতে পারবে।

আর শেষেরটায় রয়েছে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। কিন্তু কংগ্রেস এর বর্তমান পরিস্থিতি দেখে তো মনে হয় না তারা নিজেদের এই জায়গা অটুট রাখতে পারবে।

আরো পড়ুন: Flipkart-Amazon থেকেও স’স্তা’য় জিনিস পাওয়া যায় এই সরকারি অনলাইন সা’ই’টে! আপনি কি জানতেন?

কারণ 2022 সালের শেষের দিকেই গুজরাট ও তার ঠিক পরেই কর্ণাটক বিধানসভা নির্বাচন। সেখানে যদি কংগ্রেস কিছু করতে না পারে, তাহলে এই ধারণা আগামীতে বাস্তবে পরিণত হবে।

কোনভাবেই তারা আর নিজেদের জায়গা ধরে রাখতে পারবে না,কারণ একটাই বর্তমান সময়ে সদস্য সংখ্যার থেকে আগামী দিনে সদস্য সংখ্যা আরও কমবে। যদি তারা কোনভাবেই আগামী নির্বাচনগুলিতে দাগ করতে না পারে।