সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Flipkart-Amazon থেকেও স’স্তা’য় জিনিস পাওয়া যায় এই সরকারি অনলাইন সা’ই’টে! আপনি কি জানতেন?

অনলাইন শপিং করতে কে না চায়, এখনকার সময় হয়তো এমন কোনো মানুষ নেই যারা অনলাইন শপিং করে না। অনলাইন শপিং এখন একটা ট্রেন্ডে দাঁড়িয়ে গেছে।আর সেই ট্রেন্ডটাকে কাজে লাগিয়েই ই-কমার্স সাইটগুলো দারুণ ব্যবসা করে যাচ্ছে। বেশি দামী পণ্য হোক কিংবা কমদামী সবকিছুই আজকাল অনলাইন ছাড়া উপায় নেই একেবারেই ।

তাই অনলাইন শপিং এর জন্য দারুন জনপ্রিয় দুটি ই কমার্স সাইট অ্যামাজন ও ফ্লিপকার্ট। বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটার এই খুব সহজে জিনিস পছন্দ করা যায়, তাছাড়া অফলাইনে তুলনায় পাওয়া যায় অনেকটাই বেশি ছাড়। বর্তমান সময়ে এই সব কিছুকে মাথায় রেখেই মানুষজন অনলাইন শপিং এর প্রতি এতটাই ঝুঁকেছে।

কিন্তু প্রত্যেকটা ভালো জিনিসের মধ্যে খারাপ একটি দিক রয়েছে। আসলে অ্যামাজন-ও ফ্লিপকার্ট নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন।তারা মনে করেন, এই দুই ই-কমার্স সাইট অত্যধিক দাম বেশি নেয়। কারণ তারা বর্তমান সময়ে তাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই কাজ করে চলেছে। তবে এই দুটি ই-কমার্স সাইট ছাড়াও কিন্তু দেশে আরো অনেক সাইট রয়েছে।

আরো পড়ুন: এবার রাশিয়াকেই ধোঁ’কা দি’য়ে দি’লো চীন, বন্ধু ভারতের কাছেই সা’হা’য্য চাইলেন পুতিন

হ্যাঁ তবে তারা তেমন ভাবে জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। বর্তমানে অনলাইন বিজনেসটা কে পুরোটাই কভার করে ফেলেছে অ্যামাজন-ও ফ্লিপকার্ট। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে এর মধ্যেও রয়েছে জনপ্রিয় কিছু ই-কমার্স সাইট। যার মধ্যে উল্লেখযোগ্য- মিশো ও জেম। মিশো এই ই-কমার্স সাইট টির বয়স ৩ বছর। প্রথমদিকে তেমনভাবে জনপ্রিয়তা পায়নি সাইটটি।

কিন্তু গত কয়েক মাস থেকে সেই চেহারা একেবারে বদলে গেছে। মানুষ যেন হামলে পড়ছে এই সাইটের ওপরে। কারণ তারা তুলনা করে দেখেছে অন্যান্য জনপ্রিয় ই-কমার্স সাইট গুলোর থেকে এখানে জিনিসপত্রের দাম অনেকটাই কম। আর সেই কারণেই দারুন জনপ্রিয় হয়েছে এই সাইট।

মোটকথা যে জিনিস বাজারে ৫০০-৬০০ টাকায় পাওয়া যায়, সেটাই মিশোতে ১০০-২০০ টাকায় সহজেই পাওয়া যায়। সমীক্ষায় দেখা যাচ্ছে মহিলাদের কাছে খুবই জনপ্রিয় এই সাইট। এখানে কম দামে জিনিস পাওয়া যায় এমনটা শুধু নয়, এর সাথে রয়েছে ফ্রি হোম ডেলিভারি।সবথেকে ভালো জিনিস এই সাইট থেকে আপনি যেকোন মূল্যে যেকোনো কিছু কিনলেই ফ্রি হোম ডেলিভারি পাওয়ার দারুণ সুযোগ রয়েছে।

জেমের কথার যদি বলতে হয়, এটি একটি সরকারি ই-কমার্স মার্কেটপ্লেস। https://gem.gov.in/ তেমনভাবে জনপ্রিয় হয়ে ওঠে নি ঠিকই। কিন্তু অন্যান্য সব জায়গার তুলনায়, এখানে খুবই কম দামে ভালো জিনিস পাওয়া যায়। আমরা অনেকেই এই ই-কমার্স সাইট সম্পর্কে কিছুই জানিনা। তাই মানুষের কাছে তেমন ভাবে ছড়িয়ে পড়ে নি এখনও। সরকারি একটি প্লাটফর্ম, তাহলে বোঝাই যাচ্ছে ফ্রড হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই যারা এখনও এটা সম্পর্কে ঠিকঠাক জানেন না। তারা অনায়াসে একবার হলেও শপিং করতেই পারেন।