সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“অ্যান্টিলিয়া”-য় থাকেন মা’ত্র ৬ জন, চাকর রয়েছে প্রা’য় ৬০০! মুকেশ আম্বানি কত টা’কা বেতন দেন সবাইকে?

সারা বিশ্বে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন হলেন মুকেশ আম্বানি। তার টাকার কোন সীমা পরিসীমা নেই। যেমন তিনি দুই হাত ভরে টাকা উপার্জন করেন তেমন খরচও করেন। আম্বানি পরিবারের বাড়ি গাড়ি গয়না সবকিছুই যেন অন্যান্যদের তুলনায় সম্পূর্ণ আলাদা। তার প্রাসাদ অ্যান্টিলিয়া এতটাই সুন্দর যে চোখ ধাঁধিয়ে যাবে। দক্ষিণ মুম্বাইয়ের অল্ড মাউন্ট রোডে এই প্রাসাদ অবস্থিত। পৃথিবীর দামি বাড়ি গুলির মধ্যে এটি একটি।

চার লক্ষ বর্গফুট জায়গার উপর তৈরি এই বাড়ির উচ্চতা ৫৭০ ফুট। বাড়িটি ২৭ তলা। এই বাড়িতেই পরিবারের সঙ্গে বাস করেন মুকেশ আম্বানি। আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপের নামানুসারে এই বাড়ির নামকরণ করা হয়েছে। এই বাড়ির যে ইন্টেরিয়র ডিজাইন তা সারা পৃথিবীতে কোন বাড়িতেই নেই। যেকোনো পাঁচতারা হোটেলকে হার মানাবে এই বাড়ির অন্দরসজ্জা। বাড়িতে রয়েছে ব্যক্তিগত বিউটি পার্লার জিম, সুইমিং পুল এমনকি শপিং মল পর্যন্ত।

তবে পরিবারের সঙ্গে সঙ্গে এই বাড়িতে থাকেন আম্বানির ৬০০ জন চাকর বাকর। এই পরিচারকরাও তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে বাস করেন এই বাড়িতে। বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে তাদের উপরে। নিজের কর্মীদের কোনরকম সমস্যায় রাখতে চান না মুকেশ আম্বানি। সকলের ভালো মন্দের খোঁজখবর নেন প্রতিদিন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বাড়ির কর্মীরা না থাকলে আমার এবং স্ত্রীর পক্ষে এত গোছানো সম্ভব হতো না।

আরো খবর: ব’দ’লে গেল বাংলা সিরিয়ালের স্ল’ট, জানুন জি বাংলার ধারাবাহিকগুলোর নতুন সম্প্রচারের স’ম’য়

শোনা যায় মুকেশের বড় ছেলে আকাশ একবার এক নিরাপত্তা রক্ষীকে চরম অপমান করেছিলেন। সেই কথা শোনার পর তিনি ছেলেকে ভৎসনা করেন। এমনকি ওই নিরাপত্তারক্ষীর পা ধরে ক্ষমা চান আকাশ। বাড়ির প্রত্যেক কর্মী যাতে সুখে স্বাচ্ছন্দে বসবাস করতে পারেন তার জন্য সব রকম বন্দোবস্ত করেছেন মুকেশ আম্বানি। বাড়ির কর্মীদের জন্য একটি তলা ছেড়ে দিয়েছেন তিনি।

তাদের খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। সেই সঙ্গে বাড়ির প্রত্যেক কর্মীর জীবন বীমা করানো রয়েছে। তাদের সন্তানের লেখাপড়াও চালান তিনি। কিন্তু কত মাইনে পান তারা? আপনার চোখ কপালে উঠবে শুনলে। রান্নার শেফ থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী সকলের মাইনে দু লাখ টাকা।