সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একবার ফুল চার্জ দিলেই যাওয়া-আসা ক’রা যাবে দিঘা! ব্যা’প’ক গাড়ি আ’ন’ছে TATA মোটরস

Tata Motors কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তিনটি নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করা হবে। কয়েক দিনের মধ্যেই নতুন Tata Altroz Electric বাজারে আসতে চলেছে।

এছাড়াও আসছে আপডেটেড Nexon EV ও Tigor EV। ভারতের ইলেকট্রিক গাড়ি প্রেমীরা ইতিমধ্যেই এই গাড়ির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2022 Nexon EV তে ব্যবহার হতে চলেছে 40 kWh ব্যাটারি প্যাক।

কোম্পানির দাবি এক চার্জে 400 km পর্যন্ত চলবে এই ইলেকট্রিক গাড়ি। বর্তমান Nexon EV তে রয়েছে একটি 30.2 kWh ব্যাটারি। নতুন Tata Nexon EV তে থাকছে 6.6 kW AC চার্জার।

আরো পড়ুন: এই ৪ রাশির সঙ্গে স’ম্প’র্ক ছি’ন্ন করার আগে সাবধান, এরা প্রাক্তণদের অভিশাপ দিয়ে থা’কে বারবার

এর ফলে আরও কম সময়ে বাড়ি বসেই এই গাড়ি চার্জ করে নেওয়া যাবে। Nexon EV এর সঙ্গেই চলতি বছরে Tigor EV আপডেট করার ঘোষণা করেছে Tata Motors। নতুন Tigor EV থেকে থাকতে চলেছে আগের থেকে বেশি ক্ষমতার ব্যাটারি।

কোম্পানির দাবি নতুন ব্যাটারি ব্যবহার হওয়ার কারণে এক চার্জে 350 km পর্যন্ত চলবে এই গাড়ি। এছাড়াও ইলেকট্রিক ভার্সানে বাজারে আসতে চলেছে কোম্পানির প্রিমিয়াম হ্যাচব্যাক Altroz।