সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

একসময় ঠিকমতো খেতে পেতেন না, ক’ঠো’র পরিশ্রমে আ’জ কোটিপতি হিরো আলম, জানুন সম্প’ত্তি’র পরিমাণ

আজকাল সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই কত শত মানুষের নানা রকম একটিভিটি নজরে আসে। কেউ রান্না বান্নার চ্যানেল খুলেছে, কেউ নাচছেন কেও হয়তো গান গাইছেন কেউ আবার নানান জায়গার ভিডিও বানাচ্ছেন। এসব এখন টাকা উপার্জনের মাধ্যম হয়েছে। এতে সময় কাটানোও হলো আবার এটা করে অনেক মানুষের কাছেও পৌঁছনো হলো।

তবে এর মধ্যেই যাদের ভিডিও অনেক অনেক মানুষ দেখেন তাদের ভিডিওটি ফেমাস হয়ে যায়। বহু মানুষ এদের এক নামে চেনে। এমন বহু মানুষ রয়েছেন। আর এদের মধ্যেই একজন হলেন হিরো আলম। এনার নাম জানেন না এমন মানুষ খুব কমই আছে কারণ যারা ফেসবুক বা ইউটিউব ব্যাবহার করেন তারা ভালোই জানেন এনাকে।

ইনি একজন বাংলাদেশী অভিনেতা আবার গায়কও বটে। কারন কখনও তাঁকে দেখা যায় অভিনয় করতে, কখনও আবার গান করতে। তবে যে ভূমিকাতেই হাজির হন না কেন, নেটিজেনদের মধ্যে বেশিরভাগ মানুষই তাঁর বেসুরো গলা নিয়ে মজা করে থাকেন। বা তাঁর করা ছবি নিয়েও অনেকেই খিল্লি উড়িয়ে থাকে।

আরো খবর: কোথায় চলে গে’লো ঠান্ডা? কি উত্তর দি’চ্ছে আবহাওয়া দপ্তর?

এই হিরো আলমের প্রথম জীবনে বেশ হত দরিদ্র অবস্থা ছিল বলেই জানা যায়। তবে তাঁর এই ভিডিও নিয়ে খিল্লি করলেও তাঁকে এটি অনেক ফেমাস করে দেয়। বহু মানুষ তাঁর ভিডিও দেখে। আর তাই তাঁর ব্যাংক ব্যালান্স এখন আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে বলেই জানা যায়।

আগে তাঁর ব্যাংকে মাত্র ১০০০ টাকা ছিল বলে জানা গিয়েছিল আর এখন সেই মানুষেরই কোটি কোটি টাকার মালিক। এখন তাঁর ব্যাংকে রয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা। ৯ শতক জমি কিনে নিজের বাড়ি তৈরি করেছেন। বাংলাদেশের এই নামী তারকার এখনকার কৃষি জমির পরিমাণ প্রায় ৫০ শতক। তাঁর নিজের স্ত্রীর প্রায় ১০ ভরি সোনার গয়না রয়েছে এখন।

তবে সম্প্রতি তাঁকে রাজনীতির মাঠে দেখা যাবে বলে জানা যাচ্ছে। বাংলাদেশের বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু সেই মনোনয়ন পত্র বাতিল করে দেন বগুড়ার জেলা প্রশাসক।

কারণ হিসেবে বলা হয়েছে, হিরো আলমের জমা দেওয়া তথ্যের মধ্যে নাকি প্রচুর গরমিল রয়েছে। যদিও মনোনয়ন জমা দেওয়ার সময় হিরো আলম জানান তিনি যা কিছু এখনও অবধি করেছেন সৎ পথে করেছেন। তবুও তাঁর মনোনয়ন বাতিল হয়েছে বলেই জানা যায়।