সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Youtube চ্যানেলে প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে গেম বানিয়ে হ’ত্যা’র ভিডিও পো’স্ট যুবকের! চাইলো ক্ষ’মা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হত্যার ভিডিও তৈরি করেছিল পাঞ্জাবের 20 বছর বয়সী এক ইউটিউবার মনপ্রীত সিং। GTA ভিডিও গেমে গ্রাফিক্স এর মাধ্যমে যুবক যে ভিডিও বানিয়েছিল তাতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেউ পিটিয়ে মারছেন।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হবার পর সেই ছেলেটি ক্ষমা চেয়েছে। যুবকটি তার এই বিতর্কিত ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করেছে।

মনপ্রীত তিন মিনিটের এই ভিডিও তার ইউটিউব চ্যানেল এ আপলোড করেছে। সেখানে সে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

সে জানিয়েছে, মজার ছলে ভিডিও টি 4 মাস আগে আপলোড করে কিন্তু ভিডিও টি বর্তমান এ ভাইরাল হয়ে যায়। ভিডিওতে মনপ্রীত বলেছে সোশ্যাল মিডিয়া তে ভিডিও ভাইরাল হবার পর তার বিভিন্ন জায়গা থেকে কল ও মেসেজে আসছে ।

তিনি আরও জানান, “সোশ্যাল মিডিয়া তে আমাকে নিয়ে ট্রোল হচ্ছে সবাই গালিগালাজ করছে। আমি জানি আমি খুব বড় ভুল করেছি।” মনপ্রীত বলেছে ভিডিও টি ভাইরাল হবার পর সে সেটি প্রাইভেটে এ করে দেয় এবং ইনস্ট্রাগ্রাম এ ক্ষমাও চাই। তারপরও তাকে অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে।

তার দাবি, “ভিডিওটি নিছক একটি গেমপ্লে ছিল কিন্তু সেটা মানুষ বাস্তব জীবন এর সাথে যুক্ত করেছে। আমি মনে করি এটি একটি বড় ভুল ছিল আমার।”