সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: এই স্কুলের ছাত্রীরা বি’শ্বা’স ক’রে তারা “পশু”! চলাফেরা ক’রে চার হাত-পায়ে

অস্ট্রেলিয়ার ব্রিসবেন গার্লস গ্রামার স্কুলে ঘটছে এক অদ্ভুত ঘটনা। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় এই বিদ্যালয়ে। ওখানকার কয়েকজন ছাত্রী পশুর মতো আচরণ করছে। অর্থাৎ তারা হাঁটার সময় দুই হাত এবং দুই পা ব্যবহার করছে।

তারা বিশ্বাস করছে যে তারা পশু, আবার তাদের সঙ্গীরাও পশু, তাই তারা একে অপরকে বিড়াল-শিয়াল বলে পরিচয় দিচ্ছে। শুধু তাই নয়, ইউনিফর্মে লেজের জন্য একটি ছিদ্রও করেছে। কিন্তু স্কুলে ছাত্রীরা কেন এরূপ আচরণ করছে তা ভেবেই উদ্বেগ হচ্ছেন অভিভাবকরা।

একজন অভিভাবকের বক্তব্য, একটি মেয়ে যখন খালি ডেস্কে বসেছিল, তখন অন্য একটি মেয়ে চিৎকার করে বলে তুমি আমার লেজের উপর বসেছ। এরকম অদ্ভুত প্রবণতা নিয়ে অভিভাবকরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। তবে ওই গার্লস গ্রামার স্কুলের মুখপাত্র এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন।

আরো পড়ুন: জেল ও তালা না ভেঙেই পালালো চো’র! হ’ত’বা’ক মহারাষ্ট্র পুলিশ

ব্রিসবেনের মনোরোগ বিশেষজ্ঞ জুডিথ লকের কথায়, এসব শুনে তিনি এতটুকু অবাক হননি। এরকম ঘটনা ঘটতোই, সবটাই সময়ের ব্যাপার। আর মানুষ ইতিমধ্যেই ফিল্ম, টেলিভিশন এবং বাস্তব জীবনে প্রাণীদের প্রচুর রোমান্টিকতা করছে।

ডাঃ লক বলেছেন যে একজন শিক্ষার্থীর আচরণ এমন হলে সে শ্রেণীকক্ষের পরিবেশ এবং শিক্ষাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে, তাই এটি অবশ্যই সমাধান করা উচিত। মনোরোগ বিশেষজ্ঞ মাইকেল কার গ্রেগ এ প্রসঙ্গে বলেছেন, তাঁর দীর্ঘ ২৫ বছরের অনুশীলনে এ ঘটনা নতুন নয়।

এরকম একটি মামলা তিনি আগে পেয়েছিলেন। যেখানে এক ছেলে নিজেকে কুকুর বলে ডাকত, পশু বলে পরিচয় দিত। তবে সবটাই তার মানসিক চাপের জন্য হয়েছিল। ধীরে ধীরে তার মানসিক চাপ যখন চলে গেলে, তখন সেই যুবক আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল।