সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: প্র’কা’শ্যে হিন্দু মহিলাকে অ’প’হ’র’ণ পাকিস্তানে, ভিডিও শে’য়া’র করলেন বিজেপি নেতা

পাকিস্তানের বিভিন্ন হিন্দু মন্দিরে প্রায়শই হামলা হয়। আর এ খবর কমবেশি প্রত্যেক দিনই আমাদের চোখে পড়ে। তবে মঙ্গলবার বেশ কয়েকটি ভয়ঙ্কয় ভিডিও শেয়ার করলেন ভারতীয় জনতা পার্টির নেতা মনজিন্দর সিং সিরসা। সিরসা বলেছেন ভিডিওটি পাকিস্তানের সিন্ধ প্রদেশের। তিনি আরও বলেছেন, সিন্ধু প্রদেশের উমারকোট এলাকা এক হিন্দু মহিলাকে অপহরণ করতে দেখা যাচ্ছে ওই ভিডিওতে। ভিডিওটি শেয়ার হওয়ার সাথে সাথেই ব্যাপক ভাইরাল হয়। তবে ভিডিওটি কতটা সত্য তা কিন্তু যাচাই করা যায়নি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, হলুদ পোশাক পরা এক মহিলাকে কয়েকজন পুরুষ টেনে-হিঁচড়ে একটি গাড়িতে তোলার চেষ্টা করছে। এই ভিডিওটি শেয়ার করে এদিন মনজিন্দর সিং সিরসা লিখেছেন, ঘটনাটি দেখে তিনি হতবাক হয়ে গিয়েছেন। তাঁর দাবি ভিডিওতে, এক হিন্দু মহিলাকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করতে দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, ভিডিওটি সিন্ধ প্রদেশের উমরকোট এলাকার এক দায়রা আদালতের বাইরে রেকর্ড করা হয়েছে। সিরসা আরও লিখেছেন, ওই মহিলা সাহায্যের জন্য চিৎকার করলেও, ওই দুষ্কৃতীরা পুলিশ বা প্রশাসনের ভয় পায়নি। তারা ওই মহিলাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে গাড়িতে ফেলে দেয়।

শুধু তাই নয়, আরও একটি টুইটে সিরসার বক্তব্য, পাকিস্তানের হিন্দুরা জানিয়েছেন ১৯ বছর বয়সী ওই হিন্দু মহিলার নাম হরিয়ান মেঘওয়ার। তাঁকে অপহরণ করে গণধর্ষণ করা হয়েছিল। তারপর জোর করে ইসলামে ধর্মান্তরিত করে বিবাহ দেওয়া হয় সেই অপহরণকারীরই একজন, ভাই খানের সঙ্গে। সেই, ভাই খানের বয়স ৩১ বছর এবং সে আগে থেকেই বিবাহিত। সিরসা এ প্রসঙ্গে আরও অভিযোগ এনেছেন যে পাকিস্তানি সংবাদমাধ্যম এই ঘটনাকে দুই পক্ষের সম্মতিতেই বিবাহ বলে দাবি করেছে। টুইটগুলিতে তিনি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে ট্যাগ করেছেন।

বিজেপি নেতা সিরসা তাঁর টুইটার টাইমলাইনে পাকিস্তানে হিন্দুদের বিরুদ্ধে নৃশংসতার আরও একটি ঘটনার ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, অবিনাশ কোলহি নামে ১৪ বছর বয়সী এক হিন্দু কিশোরকে যৌন শোষণ এবং জোর করে ধর্মান্তরিত করার জন্য বন্দুক দেখিয়ে অপহরণ করা হয়েছিল। ভিডিওতে তার অসহায় পরিবারকে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই ভিডিওটির সত্যতাও যাচাই হয়নি।

পাকিস্তানে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নৃশংসতার ঘটনা নতুন নয়। প্রায়ই মুসলিমরা তাদের ওপর অত্যাচার চালান। পাক সরকারী রেকর্ড বলছে বর্তমানে পাকিস্তানে ৭৫ লক্ষেরও বেশি হিন্দু রয়েছে। পাক হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষই সিন্ধ প্রদেশেরই বাসিন্দা। ইমরান খান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে নৃশংসতার ঘটনা আরও বেড়েছে।