Home টাকাপয়সা মাছ ছা’ড়া কি বাঙালীর খাওয়া হ’য়! এবার সত্যিই প’কে’টে টা’ন পড়বে, জানুন...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মাছ ছা’ড়া কি বাঙালীর খাওয়া হ’য়! এবার সত্যিই প’কে’টে টা’ন পড়বে, জানুন রুই মাছের দা’ম

বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। আবার কিছু সবজি মিলছে সস্তাতেও। এরমধ্যেই আমবাঙালির পকেটে টান ধরাচ্ছে মাছের দাম। বাজারে বিক্রি হচ্ছে রুই থেকে লোটে চড়া দামে । অন্যদিকে বাজারে হঠাৎ করেই দামি হয়ে উঠেছে ওলকপি। আগে যে ওলকপি পাওয়া যেত 30 টাকা কেজি দরে, এখন সেই ওলকপিই বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি কেজিতে।

আলু এখন সস্তা; 20 টাকার মধ্যেই মিলছে আলু। ঢ্যাঁড়শের দাম রয়েছে 60 থেকে 80 টাকা। মুলো, কুমড়ো, বেগুনের দামও বর্তমানে রয়েছে বেশ কম। পাশাপাশি দাম কমেছে পেঁয়াজকলিরও। মনে রাখতে হবে, পাইকারি বাজার থেকে সবজি কিনেই তা খুচরো বাজারে বিক্রি করেন সবজি বিক্রেতারা। তাই বাজার দর দেখার ক্ষেত্রে পাইকারি ও খুচরো দু’বাজারের দামই দেখে নেওয়া উচিত।

পাইকারি বাজার দর:-

টমেটো – 30 থেকে 35 টাকা কেজি
কুমড়ো – 15 থেকে 18 টাকা প্রতি কেজি
ফুলকপি – 7 থেকে 15 টাকা প্রতি পিস
কাঁচা লঙ্কা – 35 টাকা থেকে 45 টাকা কেজি
ফুলকপি – 7 থেকে 15 টাকা প্রতি পিস
আলু – 16 টাকা প্রতি কেজি

খুচরো বাজারদর:-

টমেটো – 50 টাকা থেকে 60 টাকা প্রতি কেজি
পালং শাক – 40 টাকা কেজি
পটল – 100 টাকা প্রতি কেজি
কুমড়ো – 30 টাকা প্রতি কেজি
বেগুন – 50 টাকা থেকে 60 টাকা প্রতি কেজি
ওলকপি – 60 টাকা প্রতি কেজি
পেঁয়াজকলি- 50 টাকা প্রতি কেজি

বুধবারে মাছের দাম:-

রুই মাছ – 160 টাকা থেকে 200 টাকা কেজি
কাতলা মাছ – 400 টাকা থেকে 600 টাকা কেজি
লোটে মাছ – 150 টাকা কেজি
শংকর মাছ – 300 টাকা থেকে 400 টাকা কেজি
ট্যাংরা – 400 টাকা থেকে 500 টাকা কেজি